ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের কাছেও ফিজির বড় হারের লজ্জা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জিম্বাবুয়ের কাছেও ফিজির বড় হারের লজ্জা ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে ২৯৯ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হারতে হলো আইসিসির অ্যাফিলিয়েট সদস্য দেশ ফিজিকে। শুক্রবার (২৯ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে ফিজি যুবাদের সাত উইকেটে হারায় জিম্বাবুয়ে অ-১৯ দল।

বড় ব্যবধানের জয় দিয়েই যুব বিশ্বকাপ মিশন শুরু করলো জিম্বাবুইয়ানরা।  

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ফিজির দেয়া মাত্র ৮২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে জিম্বাবুয়ে যুবাদের খেলতে হয় ১৮.৫ ওভার। আর হারাতে হয় তিনটি উইকেট। জিম্বাবুয়ের ওপেনার ব্রেন্ডান স্লাই ২৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। জার্মি ইভস করেন ২৩ রান।

ফিজির পেসার জসাইয়া বেলচিকবিয়া ১৯ রান দিয়ে দুটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি ঘটে ফিজির ইনিংসে। ২৭.৪ ওভারে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় তারা। অথচ ওপেনিং জুটি ভালো কিছু করার ইঙ্গিতই দিচ্ছিলো এদিন। ওপেনিং জুটিতে ৩২ রান তুলে দলের ভালো শুরু এনে দেন জর্ডান ডানহাম (১৫) ও টি ভেইতাচিনি (১৪)। কিন্তু, এরপর কেউই দলের হাল ধরতে পারেননি। লোয়ার অর্ডারে নামা চাকাকা তিকোইসুভা সর্বোচ্চ ১৯ রান করেন। শেষ পর্যন্ত ২৭.৪ ওভারে ৮১ রানে তাদের ইনিংস থেমে যায়। এর মধ্যে অতিরিক্ত রানই ১৫।

জিম্বাবুইয়ানদের হয়ে একাই পাঁচ উইকেট তুলে নেন অফস্পিনার ওয়েসলি মাদেভেরে। তিনটি উইকেট লাভ করেন লেগস্পিনার ব্লেসিং মাভুতা। একটি করে উইকেট নেন পেসার কুন্দাই মাতিজিমু ও  বাঁহাতি স্পিনার রুগারে মাগারিরা।

আগামী রোববার (৩১ জানুয়ারি) জিম্বাবুয়ে দল তাদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। একই দিনে ফিজি তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টানা দুই ম্যাচের হারে সুপার লিগে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে ফিজি।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৬
এসকে/আরএম

** ৮১ রানেই গুটিয়ে গেল ফিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।