ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের রান পাহাড়ে চাপা পড়লো ফিজি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ক্যারিবীয়দের রান পাহাড়ে চাপা পড়লো ফিজি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে ফিজি। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের যুবাদের দেওয়া ৩৪১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৭.৩ ওভারে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় ফিজি।

২৬২ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয় যুবারা।

ফিজির হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন পেনি ভুনিওপা। ১২ রান আসে সিয়ামনি তুইতোগার ব্যাট থেকে। এ দু’জন ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি দলের অন্য কোনো ব্যাটসম্যান। অতিরিক্ত খাত থেকে আসে ১২ রান।

ক্যারিবীয়দের হয়ে গিদরন পোপ চারটি ও আলজারি জোসেফ নেন তিনটি উইকেট।

এর ‍আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সামার স্প্রিংগারের সেঞ্চুরি, জাইদ গোলি ও গিদরন পোপের অর্ধশতকে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৪০ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।  

ওপেনিং জুটির ১২০ রান বড় সংগ্রহের ভিত্তি এনে দেয় ওয়েস্ট ইন্ডিজ যুবাদের ইনিংসে। ওপেনার গিদরন পোপ করেন ৭৬ রান। এর পর সেঞ্চুরি পূর্ন করেন স্প্রিংগার। ১০৬ রান করে তিকোসুভার বলে বোল্ড হন এ ব্যাটসম্যান। শেষ দিকে ৬৬ রানের ইনিংস খেলেন জাইদ গোলি। ক্যারবীয় ব্যাটসম্যানদের দলীয় প্রচেষ্টায় বড় সংগ্রহ পায় তারা।

ক্যাকাচাকা তিকোসুভা একাই নেন ৬টি উইকেট। ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে একে একে ৬টি উইকেট তোলেন এই ডানহাতি পেসার।

এ নিয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই বড় ব্যবধানে পরাজিত হলো ফিজি। প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ায় তাদের খেলতে হবে প্লেটপর্বে। অন্যদিকে ফিজির বিপক্ষে জয় পেয়ে সুপার লিগ কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন টিকে থাকলো ওয়েস্ট ইন্ডিজ যুবাদের। ‍আগামী মঙ্গলবারের (০২ ফেব্রয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা। জয়ী দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে।   

** ক্যারবীয় যুবাদের রানের পাহাড়

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।