ঢাকা: বৃথাই গেল শেন ওয়াটসনের ১২৪ রানের ইনিংস। ঘরের মাঠে মান বাঁচানোর ম্যাচেও হেরে গেল অস্ট্রেলিয়া।
রোববার (৩১ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামে অজিরা। পাঁচ উইকেট হারিয়ে সফরকারীদের ১৯৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেন ওয়াটসনরা।
নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। ওপেনিং জুটিতে ৩.২ ওভারে ৪৬ রান তোলেন রোহিত শর্মা (৫২) ও শিখর ধাওয়ান (৯ বলে ২৬)। রোহিতের পর অর্ধশতক হাঁকিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। সুরেশ রায়না ৪৯ (২৫ বলে) ও যুবরাজ সিং ১৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানের মাথায় খাজা (১৪) ফিরলেও অপরাজিত থেকে অজিদের বড় সংগ্রহ এনে দেন ওয়াটসন। ওপেনিংয়ে নেমে ৭১ বলে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেন ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার। ১০টি চার ও চার ছক্কায় ৬০ বলে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূরণ করেন।
টি-২০ ক্রিকেট দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ওয়াটসনের ব্যাটে ভর করে ১৯৭ রানের চ্যালঞ্জিং স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। ট্র্যাভিস হেড ২৬ (১৯ বলে) ও বিগ ব্যাশের সেরা খেলোয়াড় ক্রিস লিন ৯ বলে ১৩ রান করে আউট হন।
ভারতের হয়ে একটি করে উইকেট নেন আশিষ নেহরা, জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা ও যু্বরাজ সিং।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন ওয়াটসন। অার সিরিজ সেরা হন সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি (তিন ম্যাচে তিন ফিফটিতে ১৯৯ রান)।
** ওয়াটসনের শতকে অজিদের মান বাঁচানোর লড়াই
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
আরএম