ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নামিবিয়াকে এমন লজ্জা আগেও দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
নামিবিয়াকে এমন লজ্জা আগেও দিয়েছে বাংলাদেশ ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের মাটিতে হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশতম আসর। দারুণ ফর্ম ও চেনা কন্ডিশনে মেহেদি হাসান মিরাজদের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকেই ফেভারিট হিসেবে ধরা হচ্ছে এবারের আসরে।

তবে বাংলাদেশের যুবাদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে কেন জানি স্বাগতিক দলকে কিছুতেই ফেভারিট মানতে চাইছিলেন না নামিবিয়ার কোচ নর্বাট মানিয়ান্ডে।  

দলের অধিনায়ক জেন ‍গ্রিন চেয়েছিলেন মিরাজদের বিপক্ষে অঘটন ঘটিয়ে দিতে। কিন্ত বাংলাদেশ যে এবারের আসলে কতটা শক্তিশালী  সেটা মাঠে নেমে হারে হারে টের পেল   নামিবিয়া শিবির। সব হুংকার মাঠেই মিলিয়ে গেল। ৬৫ রানেই থেমে গেল তাদের। ইনিংস।

নামিবিয়ান যুবাদের এমন লজ্জা যুব বিশ্বকাপে আগেও দিয়েছে বাংলাদেশ। ২০০০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের  সেটি ছিল প্লেটপর্বের ম্যাচ। শ্রীলংকার মাতারা ক্রিকেট স্টেডিয়ামে সে ম্যাচে হান্নান সরকারের নেতৃত্বাধীন টাইগার যুবাদের কাছে  মাত্র ৫৭ রানে গুটিয়ে গিয়েছিল নামিবিয়ার যুবারা। দু্‌ই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি কোনো ব্যাটসম্যান। সর্বোচ্চ ৮ রান করেছিলেন শন গেরিক।

তবে মজার ব্যাপার হলো, সে ম্যাচে ২২ টি অতিরিক্ত রান দিয়েছিলেন টাইগার বোলাররা! তা না হলে আরও আগেই গুটিয়ে যেতে পারতো নামিবিয়া। অধিনায়ক হান্নান সরকার ১০ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ম্যাচ সে ম্যাচটি জিতে নেয় সাত উইকেটে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।