ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘উইকেট দেওয়া যাবে না’ নীতিতে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
‘উইকেট দেওয়া যাবে না’ নীতিতে বাংলাদেশ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

কক্সবাজার শেখ কামাল একাডেমি স্টেডিয়াম থেকে: বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে প্রথমদিকে খুব স্লো খেলছে। এমনকি একদম ‘পচা’ বলেও ব্যাটসম্যানরা ব্যাট ঘুরাচ্ছেন না।



মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে যথারীতি বাংলাদেশ অধিনায়কের কাছে প্রশ্নটা ছুড়ে দেওয়া হলো।

বাংলাদেশ অনেক ধীরগতিতে শুরু করছে। দল থেকে এরকম কোনো নির্দেশনা দেওয়া আছে নাকি?

এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের প্ল্যান থাকে প্রথম দশ ওভার, তারপর দশ ওভার, তারপর দশ ওভার...। এভাবে ভাগ করে খেলি। প্ল্যান হলো প্রথম দশ ওভারে কোনো উইকেট দেওয়া যাবে না। যদি রান কমও আসে কোনো সমস্যা নেই। এখানকার উইকেটটা স্লো। বেশি রান করার মতো উপযুক্ত না। একটা নিরাপদ স্কোর হলেই হলো। ’

ওপেনারদের জন্য আলাদা নির্দেশনা থাকে উল্লেখ করে বাংলাদেশ কাপ্তান বলেন, ‘ওপেনার ব্যাটসম্যান যেমন সাইফ, পিনাক আর ইমনকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে তোমরা উইকেটে সময় নাও। কোনো সমস্যা নেই। কিন্তু উইকেট দেওয়া যাবে না। এ বিষয়টা আমাদের টিম প্ল্যানে ছিল। ’

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।