ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কিউই সিরিজে ছিটকে গেলেন ফকনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
কিউই সিরিজে ছিটকে গেলেন ফকনার জেমস ফকনার / ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজে ভাবে হেরে এমনিতেই বিধ্বস্ত অস্ট্রেলিয়া। অন্যদিকে আরও একটি খারাপ খবর শুনতে হলো সফরকারী দলটিকে।

হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার জেমস ফকনার।

তিন ম্যাচ সিরিজে অকল্যান্ডে প্রথম ওডিআইতে অজিদের বিপক্ষে যেন গত বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নিল কিউইরা। ১৬৯ রানের বড় ব্যবধানে হার মানে স্টিভেন স্মিথ বাহিনী।

তবে এ ম্যাচে বোলিং ও ব্যাটিংয়ে ইতিবাচক ছিলেন ফকনার। প্রথমে ১০ ওভার বোলিং করে দুটি উইকেট নেন এ বাঁহাতি। পরে ব্যাটিয়ে ধ্বস তৈরী হওয়া অজি ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন তিনি।

সিরিজের বাকি দুটি ম্যাচের জন্য ফকনারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে। ভিক্টোরিয়ার এ ক্রিকেটারের গত বছর ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিলো।

** বিধ্বস্ত অজিরা ২৫ ওভারও খেলতে পারলো না!

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।