ঢাকা: চোখের ইনজুরি কাটিয়ে কয়েকদিনের মধ্যেই অনুশীলনে ফিরতে পারেন নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাগান। দশদিন আগে পাকিস্তানের আনোয়ার আলীর বাউন্সি বলে চোখের উপরের অংশে আঘাত পান ২৯ বছর বয়সী এ বাঁহাতি পেসার।
ইনজুরি আক্রান্ত হওয়ার চারদিনের মাথায় ম্যাকক্লেনাগানের কসমেটিক সার্জারি করানো হয়। প্রথমে অতটা গুরুতর না ভাবলেও পরে তার সার্বিক অবস্থা খানিকটা খারাপ অবস্থায় চলে যায়। এর জের ধরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে তাকে দলে রাখা হয়নি।
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্ট বিশ্বকাপে (৮ মার্চ শুরু) চোখ রাখছেন ম্যাকক্লেনাগান। বোলিংয়ে ফেরার আগে এক সপ্তাহের মধ্যে অনুশীলন শুরু করারও ইচ্ছা ব্যক্ত করেন তিনি, ‘চোখের ইনজুরিটি আমাকে আরো খারাপ অবস্থার মধ্যে নিয়ে যেতে পারতো। মস্তিষ্কের খুব কাছাকাছি জায়গায় বলটি আঘাত হানে। তবে আশাবাদী যে, কাজটি (কসমেটিক সার্জারি) সফলভাবেই সম্পন্ন হয়েছে এবং আমি সামনে অগ্রসর হতে সক্ষম। ’
গত ২৫ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং করার সময় বাউন্সি বলে নিয়ন্ত্রণ হারান ম্যাকক্লেনাগান। হেলমেটের ফাঁকা অংশ দিয়ে দ্রুতগতির বলটি তার বাঁ চোখের ঠিক উপরের অংশে আঘাত হানে। অবশ্য, মাঠিতে লুটিয়ে পড়ার পরক্ষণেই উঠে দাঁড়ান। এতেই সবার মাঝে স্বস্তি ফিরে আসে।
অবশ্য, এরপরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এ টেলএন্ডার ব্যাটসম্যান। ততক্ষণে ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন ম্যাকক্লেনাগান। ম্যাচটিও ৭০ রানের ব্যবধানে জিতে নেয় কিউইরা।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরএম
** বলের আঘাতে অস্ট্রেলিয়া সিরিজেও নেই ম্যাকক্লেনাগান
** বলের আঘাতে ছিটকে গেলেন ম্যাকক্লেনাগান