ঢাকা: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ ম্যাচে জয় পেয়েছে শেন ওয়াটসন-মিসবাহ উল হকদের ইসলামাবাদ ইউনাইটেড। তারা মাত্র ২ রানে হারিয়েছে সাকিব-শোয়েব মালিক-সিমন্সদের করাচি কিংসকে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ইমলামাবাদ ইউনাইটেড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের টার্গেট ছুঁড়ে দেয় করাচিকে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৩০ রানে থামে ৯ উইকেট হারানো করাচির ইনিংস।
নিজেদের তৃতীয় ম্যাচে করাচির বিদেশি কোটার ক্রিকেটার হিসেবে অন্যতম ছিলেন সাকিব আল হাসান। তবে, এ ম্যাচেও মাঠে নামা হয়নি মুশফিকুর রহিমের। বল হাতে এ ম্যাচে সাকিব ২ ওভারে ১১ রান দিয়ে কোনো উইকেট পাননি। আর ব্যাট হাতে ২২ বলে একটি বাউন্ডারিতে টাইগার অলরাউন্ডার করেন ২০ রান।
আগে ব্যাটিংয়ে নেমে ইমলামাবাদের হয়ে ওপেন করতে নামেন শেন ওয়াটসন ও সারজিল খান। ওয়াটসন ১৩ ও সারজিল ২৮ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা খালিদ লতিফ করেন ইনিংস সর্বোচ্চ ৩৯ রান। ৩৫ বলে তিনি একটি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি হাঁকান।
আসার জাইদি ৬, আন্দ্রে রাসেল ২, মিসবাহ ৪ আর স্যাম বিলিংস ৪ রান করে বিদায় নিলে ইমরান খালিদ শেষ দিকে ১২ রান করেন। এছাড়া ৯ বল মোকাবেলা করে দুটি চার আর একটি ছক্কায় অপরাজিত ২০ রান করেন মোহাম্মদ সামি।
করাচির হয়ে দুটি উইকেট পান রবি বোপারা। একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, উসমান মির। সাকিবের মতোই উইকেট শূন্য ছিলেন সোহেল তানভীর ও শোয়েব মালিক।
১৩৩ রানের টার্গেটে খেলতে নেমে করাচির দুই ওপেনার দ্রুতই ফেরেন। দলীয় ৩ রানের মাথায় লিন্ডল সিমন্স আর জেমস ভিঞ্চ বিদায় নেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ইমাদ ওয়াসিম করেন ২৯ রান। তার ১৭ বলের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ছিল ৬টি বাউন্ডারির মার।
দলপতি শোয়েব মালিক ৬ রানে সাজঘরের পথ ধরেন। মাঝে সাকিবের ব্যাট থেকে ২০, ইফতিখার আহমেদের ব্যাট থেকে ১৯ রান আসে। শেষ দিকে রবি বোপারা ১৯ বলে দুটি করে চার ও ছয়ে ৩২ রান করে অপরাজিত থাকেন। আর উসমান মির ১০ রান করলেও জয়ের দেখা পায়নি করাচি।
ইমলামাবাদের হয়ে ৩ ওভারে ২৭ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন সাঈদ আজমল। একটি করে উইকেট পান আন্দ্রে রাসেল, মোহাম্মদ সামি আর রুম্মান রইস।
এর আগে নিজেদের প্রথম ম্যাচেই সাকিব জেতান করাচিকে। দ্বিতীয় ম্যাচের পর নিজেদের তৃতীয় ম্যাচেও হারলো করাচি।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর