ঢাকা: নিউজিল্যান্ডকে এক ইনিংস ও ৫২ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আর চার দিনেই হেরে ঘরের মাঠ ওয়েলিংটনে এক প্রকার লজ্জাই পেল কিউইরা।
তৃতীয় দিন স্বাগতিকরা চার উইকেট হারিয়ে ১৭৮ রানে দিন শেষ করেছিলো। হেনরি নিকোলস ৩১ রানে অপরাজিত ছিলেন। আর চতুর্থ দিনের বাকি সময় কিউইরা আরও ১৪৯ রান যোগ করতে পারে। তবে জ্যাকসন বার্ডের বলে আউট হওয়া আগে নিকোলস ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রান করেন।
অজি বোলারদের দাপট সত্বেও শেষ দিকে ব্যাটসম্যানরা বেশ ধৈর্যের পরিচয় দিয়েছেন। ৩৩ রান করে অপরাজিত থাকেন স্পিনার মার্ক ক্রেইগ। আর ২৩ বলে পাঁচ চার ও তিন ছয়ে ৪৮ রানের এক টর্নেডো ইনিংস খেলেন টিম সাউদি। কিন্তু লেজের ব্যাটসম্যানদের এই দৃড়তা দলের বড় হার রুখতে পারেনি।
অজি বোলারদের মধ্যে সর্ব্বোচ্চ চারটি উইকেট পান স্পিনার নাথান লিওন। আর তিনটি উইকেট লাভ করেন মিচেল মার্শ। ম্যাচ সেরার পুরস্কার ওঠে ডাবল সেঞ্চুরি করা অজি ব্যাটসম্যান অ্যাডাম ভোজেসের হাতে।
২০ ফেব্রুয়ারি ক্রাইসচার্চে দু’দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস