ঢাকা: ক্রিকেটে বিরামহীন আক্রমণাত্মক অধিনায়কত্বে বেশ সুপরিচিত ব্রেন্ডন ম্যাককালাম। সম্প্রতি মাথা উঁচু করেই সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন।
ক্রাইস্টচার্চ টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ম্যাককালাম। খেলা শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টায়।
এ ম্যাচ যে নিউজিল্যান্ডের জন্য মান বাঁচানোর লড়াইও বটে। দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে কিউইদের ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডোবায় অস্ট্রেলিয়া। এর আগে ম্যাককালামের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় ব্ল্যাক ক্যাপসরা। এবার স্বাগতিকদের সামনে টেস্ট সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।
বিদায়ী ম্যাচে সর্বশক্তি নিয়েই মাঠে নামছেন ম্যাককালাম। বোলিং সহায়ক উইকেট হওয়ায় ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সমস্ত পেস অ্যাটাকে দৃষ্টি রাখছেন কিউই অধিনায়ক। ম্যাচ শুরুর আগে ম্যাককালাম তো ঘোষণাই দিয়ে দিয়েছেন, এ পিচে ব্যাট হাতে স্বাচ্ছন্দে খেলার উপায় নেই। তবে কী ক্রাইস্টচার্চে গতির ঝড়ই উঠতে যাচ্ছে!
ম্যাককালাম তো সেরকমই ভাবছেন, ‘ক্রাইস্টচার্চের উইকেটে ব্যাট হাতে স্বাচ্ছন্দে সময় কাটবে, এমনটি ভাবার উপায় নেই। এ পিচে পেসাররাই এগিয়ে থাকবে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। শুরুটা বেশ ভালোভাবে করার বিকল্প নেই। তাদেরকে (অস্ট্রেলিয়া) বিন্দুমাত্র সুযোগ দেওয়া যাবে না। কারণ, সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয় তারা তা ভালো করেই জানে। ’
ম্যাককালামের চাওয়াটা ইতোমধ্যেই পূরণ করেছেন নির্বাচকরা। কিউই একাদশে রয়েছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি ও নেইল ওয়াগনারের মতো চার জেনুইন পেসার।
নিউজিল্যান্ড একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, টম লাথাম, হেনরি নিকোলস, মার্ক ক্রেইগ, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), টিম সাউদি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার।
অস্ট্রেলিয়া একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস, উসমান খাজা, অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল (উইকেটরক্ষক), জেমস প্যাটিনসন, জস হ্যাজেলউড, নাথান লিওন ও জ্যাকসন বার্ড।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএম