মিরপুর থেকে: ফুটবল খেলে ওয়ার্মআপ সেরেই দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার পায়ে বেঁধে নিলেন প্যাড। বল হাতে রানআপ মিলিয়ে নিচ্ছেন মাশরাফি, তাসকিন, আল আমিনরা।
স্টেডিয়ামের গ্যালারি থেকে টাইগারভক্তদের চোখ আটকে গেল মাশরাফি-সাকিব মুশফিকদের অনুশীলনে। এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচ ততক্ষণে শুরু হয়েছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এই ম্যাচ দেখতেই অবশ্য আগমন দর্শকদের।
ক্রিকেটারদের ব্যাট-বলের অনুশীলন কাছ থেকে দেখার সুযোগ হেলায় হারালেন না তারা। পুলিশের বাঁধার কারণে অল্পসময়ই দেখতে পেরেছেন টাইগারদের অনুশীলন। বাকি সময়টা তারা উপভোগ করেছেন আফগানিস্তান-হংকং ম্যাচ দেখেই।
আগামীকাল বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করবে বালাদেশ। একই সময়ে ফতুল্লায় অনুশীলন করবে ভারতীয় দল।
আগামী বুধবার (২৪ ফেব্রুয়ারি) এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর