ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কারণ দর্শাতে হবে রুবেলকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
কারণ দর্শাতে হবে রুবেলকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গত বিশ্বকাপে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। আর ইংলিশদের গুটিয়ে দিতে বল হাতে জ্বলে উঠেছিলেন টাইগার পেসার রুবেল হোসেন।

এবার তাকেই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহি কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়।

বেশ কিছুদিন থেকেই ইনজুরিতে রয়েছেন রুবেল হোসেন। তাকে বোর্ডের পক্ষ থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হয়। তবে, বোর্ডের যথাযথ নিয়ম মেনে পুনর্বাসনের মধ্যদিয়ে যান নি রুবেল। এ জন্যই তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে।

বোর্ডের কেন্দ্রিয় চুক্তি থেকেও রুবেলকে বাইরে রাখা হতে পারে বলে জানা যায়।

বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিটি ক্রিকেটারকে তাদের ইনজুরি থেকে সেরে উঠতে কিছু নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের পক্ষ থেকে তাদের একটি পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হয়। কিন্তু, রুবেল ইনজুরিতে পড়ার পর তাকে যে গাইডলাইন মেনে চলতে বলা হয়েছিল, সেটি সে মানেনি।

তিনি আরও যোগ করেন, আমরা খুব শিগগিরই রুবেলকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবো। সে যথাযথ কারণ দেখিয়ে আমাদের বিষয়টি জানাবে। যদি কারণটি আমাদের সন্তুষ্ট করতে না পারে, তবে তাকে কেন্দ্রিয় চুক্তি থেকে বাদ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।