ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লড়লেন কেবল সাব্বির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
লড়লেন কেবল সাব্বির ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে যেখানে সব বাংলাদেশি ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন, সেখানে দলটির হয়ে একাই লড়েছেন টপ অর্ডারের সাব্বির রহমান। ৩২ বলে ৪৪ রানের এক ঝড়ো ইনিংস খেলে ফিরেছেন হারদিক পান্ডে’র শিকার হয়ে।



এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) মিরপুরে ভারতের বিপক্ষে ১৬৭ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে ভারতের দুর্দান্ত বোলিং তোপে ব্যক্তিগত ২০ রানের কোঠায়ও পৌঁছাতে পারেননি বাংলাদেশের অন্যকোনো ব্যাটসম্যান।

ভারতের অভিজ্ঞ বোলিংয়ের সামনে ব্যাটিং ইনিংসের শুরু থেকেই ধুঁকছিলেন বাংলাদেশের ওপেনার ও টপ অর্ডাররা। ব্যক্তিগত ১ রানে মোহাম্মদ মিথুন, ১১ রানে সৌম্য, ১৪ রানে ইমরুল, ৩ রানে সাকিব, ৭ রানে মাহমুদুল্লাহ রিয়াদ ও ১৭ রান করেন মুশফিকুর রহিম।

তবে, সতীর্থদের এমন হতাশাজনক ব্যাটিংয়ের মধ্যেও বলতে গেলে একাই লড়েছেন সাব্বির। শুরু থেকেই তার ব্যাট কেমন যেন ইতিবাচক সাড়া দিচ্ছিল। বাংলাদেশের ব্যাটসম্যানদের হতাশাজনক ব্যাটিংয়ে যখন দর্শকেরা হতাশ হয়ে পড়ছিলেন তখন একমাত্র সাব্বিরের চার-ছয়ই তাদের মনে উল্লাস ও আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে।

তবে, ভারতের অলরাউন্ডার হারদিক পান্ডের কারণে তার ব্যাট শেষ পর্যন্ত দর্শকদের আনন্দের খোরাক যোগাতে পারেনি। দুটি করে চার ও ছক্কায় ১৩৭ দশমিক ৫০ স্ট্রাইক রেটে ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলে ১৫তম ওভারে পান্ডের প্রথম বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাব্বির ফেরেন।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।