ঢাকা: টি-২০ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদ। স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে পড়েছেন।
২৫ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) সেমিফাইনাল ম্যাচটিতে আট উইকেটের জয় তুলে নেয় লায়ন্স। বল হাতে আট ওভারে ৩৮ রানের বিনিময়ে দু’টি উইকেট লাভ করেন ফাঙ্গিসো। ফাইনালে (২৮ ফেব্রুয়ারি) তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কেপ কোবরাসের মুখোমুখি হবে।
আইসিসির নিয়ম অনুযায়ী যত দ্রুত সম্ভব ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে। সময়সীমা ২১ দিন। ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রিটোরিয়া ইউনাভার্সিটিতে আইসিসি অনুমোদিত হাই পারফরম্যান্স একাডেমিতে ফাঙ্গিসোর বোলিং পরীক্ষা করানো হবে।
বোলিং পরীক্ষার ১৪ দিন পর আইসিসি কর্তৃক নিযুক্ত বিশেষজ্ঞ লিখিত রিপোর্ট জমা দেবেন। এর ওপরই নির্ভর করছে, ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন বৈধ নাকি অবৈধ। অবশ্য চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তার বোলিং করতে কোনো বাধা নেই।
কিন্তু, অবিলম্বে বোলিং পরীক্ষা করালেও ১৪ দিনের সময়সীমা অনুযায়ী এর ফলাফল ঘোষণা ১০ মার্চের আগে সম্ভব নয়। ততক্ষণে বিশ্বকাপের (৮ মার্চ শুরু) প্রথম রাউন্ড শেষের পথে থাকবে। সুপার টেন-এর গ্রুপ ওয়ানে দ. আফ্রিকার প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে (১৮ মার্চ)।
তাই ফাঙ্গিসোর বিকল্প ভাবতেই পারে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। কারণ, বোলিং অ্যাকশনের নেতিবাচক খবর এলে যে ওয়ার্ল্ড কাপ থেকেই ছিটকে যাবেন ফাঙ্গিসো। আগামী ৮ মার্চ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএম