ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের লক্ষ্যে ব্যাটিং করবে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জয়ের লক্ষ্যে ব্যাটিং করবে টাইগাররা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নবাগত সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এশিয়া কাপের তৃতীয় এই ম্যাচটি।



টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আমিরাতের দলপতি আমজাদ জাভেদ।

এ ম্যাচে নেই ভারতের বিপক্ষে সুযোগ পাওয়া ইমরুল কায়েস। তার জায়গায় দলে এসেছেন নুরুল হাসান সোহান। এর আগে টাইগারদের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি।


চলতি আসরে দুই দলই প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে এক নম্বরে থাকা ভারতের বিপক্ষে ৪৫ রানে হারে বাংলাদেশ। অপরদিকে, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েও মাত্র ১৪ রানের পরাজয় বরণ করে আমিরাত। ফলে, দুই দলই নিজেদের প্রথম জয়ের সুবাস পেতে চায়।

বাছাইপর্বের চমক জাগানিয়া দল হিসেবে মূলপর্বে জায়গা করে নেয় আমিরাত। টানা তিন ম্যাচ জেতা দলটি লঙ্কানদের বিপক্ষে জিততে না পারলেও চাইবে স্বাগতিকদের হারিয়ে আরেকবার নিজেদের সেরাটা প্রমাণ করার। অপরদিকে আমিরাতকে হারাতে না পারলে ফাইনালের দৌড়ে টিকে থাকা বড্ড কঠিন হয়ে যাবে টাইগারদের জন্য।

এর আগে একবারই আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০০৮ সালের জুনে লাহোরে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচটিতে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরির সুবাদে ৯৬ রানের দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। ৩০১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ২০৪ রানেই গুটিয়ে গিয়েছিল আমিরাত। তবে এবার টি-২০ ফরমেটে এশিয়া কাপ হওয়ায় আমিরাতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার,  নুরুল হাসান, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
 
আরব আমিরাত একাদশ: আমজাদ জাভেদ, মুহাম্মদ কলিম, রোহান মুস্তাফা, শাইমান আনোয়ার, মোহাম্মদ শাহজাদ, মুহাম্মদ উসমান, সাকলাইন হায়দার, স্বপ্নীল পাতিল, আহমেদ রাজা, মোহাম্মদ নাভীদ, ফাহাদ তারিক।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।