মিরপুর থেকে: ভারতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৪৫ রানে হার মানে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আরব আমিরাতকে পেয়েও ছন্দে ফিরতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা।
মাত্র ১৩৩ রান করেও জয়ের বিশ্বাস হারায়নি দলের ক্রিকেটাররা। আত্মবিশ্বাসী থাকার কারনেই এশিয়া কাপের এবারের আসরে প্রথম জয় তুলতে পেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানান, ‘আমাদের দলের সবার বিশ্বাস ছিল ভালো লাইন-লেন্থে বল করতে পারলে আমরাই ম্যাচটা জিতবো। ’
বোলিং পারফরম্যান্স নিয়ে মাশরাফি উচ্ছ্বসিত থাকলেও দলের ব্যাটিং ভাবাচ্ছে টাইগারদের এ দলপতিকে। উইকেটে ব্যাটিং করা একটু কঠিন জেনেই চেয়েছিলেন স্কোরটাকে ১৫০-১৬০ এ দেখতে। জানালেন, ‘উইকেটে ঘাস ছিল, তবে প্রথম ম্যাচের মতো না। শুরুতে ভালো পার্টনারশিপ হওয়ার পর এটাই ভেবেছিলাম স্কোর অন্তত ১৫০ হবে। ’
ওপেনিং জুটিতে সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন ৫.২ ওভারে ৪৬ রান তুলে ভালো স্কোরের ইঙ্গিত দেন। তবে মিডলঅর্ডারে সাব্বির, মুশফিক, নুরুল হাসানদের ব্যাটিং ব্যর্থতায় ১৩৩ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।
আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে বোলিং শক্তির দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এদিন কী ব্যাটিং ছন্দ খুঁজে পাবে বাংলাদেশ?
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর