ঢাকা: পেস আক্রমণে বরাবরই শক্তিশালী দল পাকিস্তান। শনিবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুরে ভারতকে পেস আক্রমণেই নাকাল করতে চাইবে ওয়াসিম-ওয়াকারের উত্তরসূরি ওয়াহাব রিয়াজ-মোহাম্মদ সামি, মোহাম্মদ আমিররা।
পাকিস্তানের যেমন শক্তিশালী বোলিং, ভারতের তেমনই ব্যাটিং। লড়াইটা হয়ে দাঁড়িয়েছে ভারতের ব্যাটিং ও পাকিস্তানের বোলিংয়ের। এটি মানলেনও ভারতের ইনফর্ম ওপেনার রোহিত শর্মা।
শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমকে রোহিত বলেন, ‘কোনো সন্দেহ নেই পাকিস্তানের বোলিং লাইন খুব শক্তিশালী। তবে আমাদের চিন্তায় কেবল নিজেদের শক্তি ও পরিকল্পনা। আমাদের শক্তির দিক হলো ব্যাটিং এবং আমরা উইকেটের উপরও নির্ভর করবো। প্রতিটি দলেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। পাকিস্তান দলে বাঁহাতি পেসার আছে। আমাদের বোলিংও শক্তিশালী এবং বেশ বৈচিত্রপূর্ণ। ’
মিরপুরের উইকেটে শুরুতে পেস অ্যাটাক সামলানো কঠিন হলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী রোহিত, ‘এটা নিয়ে চিন্তার কিছু নেই। উইকেট কঠিন হলেও আমরা বড় স্কোর করেছি। বাংলাদেশের বিপক্ষে আমাদের মিডল অর্ডার ভালো খেলেছে। হার্দিক পান্ডেও দারুণ করেছে। একজন ব্যাটসম্যান হিসেবে আপনাকে মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে। ’
বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর