মিরপুর থেকে: পাকিস্তান-ভারত টি-টোয়েন্টি মহারণ শুরু হতে বাকি আর অল্প সময়। সন্ধ্যা সাড়ে সাতটায় চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি মুখোমুখি হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বিকেল চারটা থেকেই স্টেডিয়ামের আশেপাশে দর্শকের ভীড় জমতে শুরু করে। কেবল দেশের ভেতরের সমর্থক নয়, এশিয়া কাপের জমজমাট ম্যাচটি দেখতে ভারত-পাকিস্তান থেকেও এসেছেন ভক্তরা।
মেঘালয় থেকে আসা ভারতীয় সমর্থক রুপম এসেছেন সঙ্গে আরও দুই বন্ধু আনিস ও রাজ্জাককে নিয়ে। পাকিস্তানের সঙ্গে নিজ দলের লড়াই নিয়ে রুপম বাংলানিউজকে জানান, এ ম্যাচে আমাদের দলই (ভারত) জিতবে। রোহিত, কোহলি, পান্ডে জ্বলে উঠলে পাকিস্তানের রক্ষা নেই। টি-টোয়েন্টিতে আমরাই বেশিবার জিতেছি। পাকিস্তানের বোলিং আক্রমণ শক্তিশালী মনে করিয়ে দিলে রুপম জানান, ‘আমাদের বোলিংও কী কম নাকি?’
স্টেডিয়ামে আসছেন পাকিস্তানি দর্শকরাও। পুরুষের চেয়ে নারী দর্শকই বেশি পাকিস্তানের।
ভারত-পাকিস্তানের পতাকা-ফেস্টুন বিক্রি হচ্ছে বেশ। কে কোন দলের সমর্থক সেটি বোঝাতেই পতাকা, ফেস্টুন, হেডব্র্যান্ড বেধে মাঠে ঢুকছেন তারা।
স্টেডিয়ামের গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ ম্যাচে নিয়েছে বাড়তি সতকর্তা। ভারত-পাকিস্তান ম্যাচে যাতে কোনো দাঙ্গা না হয়, সেদিকে সতর্ক নজরদারিতে ব্যস্ত তারা স্টেডিয়ামের গেট ও আশেপাশে।
পাক-ভারত সর্বশেষ লড়াইটিও হয়েছিল মিরপুরেই, ২০১৪ সালের মার্চে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১১ মাস পর সেই মিরপুরেই এশিয়া কাপ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দল দুটি।
টি-টোয়েন্টিতে পেছনের ৬ বারের মুখোমুখিতে চার বারই জিতেছে ভারত। পাকিস্তান জিতেছে মাত্র একবার। টাই হয়েছে একটি ম্যাচ। মিরপুরে মুখোমুখি সর্বশেষ ম্যাচটিতে জিতেছিল ভারতই।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর