ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সময়ের সঙ্গে উত্তেজনা বাড়ছে মিরপুরে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
সময়ের সঙ্গে উত্তেজনা বাড়ছে মিরপুরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: পাকিস্তান-ভারত টি-টোয়েন্টি মহারণ শুরু হতে বাকি আর অল্প সময়। সন্ধ্যা সাড়ে সাতটায় চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি মুখোমুখি হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে।

ম্যাচ শুরুর সময় যতই ঘনিয়ে আসছে উত্তেজনার পারদও যেন ততটাই বাড়ছে স্টেডিয়াম এলাকায়।

বিকেল চারটা থেকেই স্টেডিয়ামের আশেপাশে দর্শকের ভীড় জমতে ‍শুরু করে। কেবল দেশের ভেতরের সমর্থক নয়, এশিয়া কাপের জমজমাট ম্যাচটি দেখতে ভারত-পাকিস্তান থেকেও এসেছেন ভক্তরা।

মেঘালয় থেকে আসা ভারতীয় সমর্থক রুপম এসেছেন সঙ্গে আরও দুই বন্ধু আনিস ও রাজ্জাককে নিয়ে। পাকিস্তানের সঙ্গে নিজ দলের লড়াই নিয়ে রুপম বাংলানিউজকে জানান, এ ম্যাচে আমাদের দলই (ভারত) জিতবে। রোহিত, কোহলি, পান্ডে জ্বলে উঠলে পাকিস্তানের রক্ষা নেই। টি-টোয়েন্টিতে আমরাই বেশিবার জিতেছি। পাকিস্তানের বোলিং আক্রমণ শক্তিশালী মনে করিয়ে দিলে রুপম জানান, ‘আমাদের বোলিংও কী কম নাকি?’

স্টেডিয়ামে আসছেন পাকিস্তানি দর্শকরাও। পুরুষের চেয়ে নারী দর্শকই বেশি পাকিস্তানের।

ভারত-পাকিস্তানের পতাকা-ফেস্টুন বিক্রি হচ্ছে বেশ। কে কোন দলের সমর্থক সেটি বোঝাতেই পতাকা, ফেস্টুন, হেডব্র্যান্ড বেধে মাঠে ঢুকছেন তারা।

স্টেডিয়ামের গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ ম্যাচে নিয়েছে বাড়তি সতকর্তা। ভারত-পাকিস্তান ম্যাচে যাতে কোনো দাঙ্গা না হয়, সেদিকে সতর্ক নজরদারিতে ব্যস্ত তারা স্টেডিয়ামের গেট ও আশেপাশে।

পাক-ভারত সর্বশেষ লড়াইটিও হয়েছিল মিরপুরেই, ২০১৪ সালের মার্চে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১১ মাস পর সেই মিরপুরেই এশিয়া কাপ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দল দুটি।
 
টি-টোয়েন্টিতে পেছনের ৬ বারের মুখোমুখিতে চার বারই জিতেছে ভারত। পাকিস্তান জিতেছে মাত্র একবার। টাই হয়েছে একটি ম্যাচ। মিরপুরে মুখোমুখি সর্বশেষ ম্যাচটিতে জিতেছিল ভারতই।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।