ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মালিঙ্গাকে নিয়ে চিন্তায় নেই সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
মালিঙ্গাকে নিয়ে চিন্তায় নেই সাব্বির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা। সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের অবসরের পর শক্তি হারিয়েছে লঙ্কানদের ব্যাটিং বিভাগ।

তবে বোলিংয়ে দলটির রয়ে গেছে একই ধার। টি-টোয়েন্টি স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গা যেখানে থাকবেন, পেস অ্যাটাকে সেখানে প্রতিপক্ষের জন্য তো ভাবনা থাকারই কথা?

তবে মালিঙ্গাকে নিয়ে ভাবছেন না একজন, সাব্বির রহমান। ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাকে নিয়ে আমাদের বিশেষ কোনো চিন্তা নেই। আমাদের বল টু বল খেলাটাই গুরুত্বপূর্ণ। কোন বোলার বল করছে সেটা মূখ্য না। আমাদের বল টু বল খেলার দিকেই মনযোগ রাখতে হবে।

গত বছরের নভেম্বরে শেষবারের মতো বল করেন মালিঙ্গা। আমিরাতের বিপক্ষে ফেরেন বেশ রাজকীয় স্টাইলে। দলের হয়ে ৪ ওভার বল করে ২৬ রান খরচায় চারটি উইকেট তুলে নেন তিনি।

অন্যসব ফরমেটে শ্রীলঙ্কা দল বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে ছোট দল, বড় দল বলে কিছু নেই বলে মনে করেন সাব্বির, ‘টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলতে কিছু নেই। পার্থক্যটা হলো উনিশ আর বিশ। আমরা শুধু শ্রীলঙ্কা না, যেকোনো দলের বিপক্ষে সেরা খেলাটা খেলার চেষ্টা করবো। ’

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৫ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৫১ রানের জয় পায় টিম টাইগার্স। জয়ের ধারায় ফিরতে পেরে আত্মবিশ্বাসী এখন বাংলাদেশ। সাব্বির জানান, ‘প্রথম ম্যাচ হারের পর আমাদের আত্মবিশ্বাস অনেকটা কমে গিয়েছিল। আমিরাতের বিপক্ষে জিতে সেটা বেড়েছে। আমরা ম্যাচটি জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। খুব ভালোভাবে জিতেছি বলে আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। সামনের ম্যাচের জন্যে এটা অনেক ভালো হবে। ’

আগামীকালই (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলে এশিয়া কাপের ফাইনালে উঠার পথ রচনা হবে বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।