ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দর্শকের স্রোত বইছে শের-ই-বাংলায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
দর্শকের স্রোত বইছে শের-ই-বাংলায় ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: শুরু হয়ে গেছে ভারত-পাকিস্তান মহারণ। অপেক্ষায় ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।

ম্যাচ শুরুর আগেই দর্শকের উছ্বাসে উত্তাল হয়ে উঠে গ্যালারি। গ্যালারিতে সমানতালে উড়ছে ভারত-পাকিস্তানের পতাকা।

গ্যালারির ৯০ শতাংশ জায়গা এ মুহূর্তে পূর্ণ দর্শকে। স্টেডিয়ামের বাইরে এখনো হাজারো দর্শকের ভীড়। সারি বেধে তারা স্টেডিয়ামের বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করছেন পাক-ভারত মহারণের সাক্ষী হতে।

পাক-ভারত সর্বশেষ লড়াইটিও হয়েছিল এই মিরপুরে। ২০১৪ সালের মার্চে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১১ মাস পর সেই মিরপুরেই এশিয়া কাপ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দল দুটি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।