ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের জন্য মুস্তাফিজ অসাধারণ আবিষ্কার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বাংলাদেশের জন্য মুস্তাফিজ অসাধারণ আবিষ্কার ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে মু্স্তাফিজ ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। প্রথম স্পেলে এক ওভার করলেও দ্বিতীয় স্পেলে করেন তিন ওভার।



রানে আটকে রেখে চাপ প্রয়োগ করেন লঙ্কান শিবিরে। রান-বলের ব্যবধানের সমীকরণে পড়া লঙ্কান ব্যাটসম্যানরা ১৪৮ রানের টার্গেটে নেমে সাত উইকেটে করতে পেরেছে ১২৪ রান।
 
এ ম্যাচেই প্রথমবার মুস্তাফিজকে দেখলো শ্রীলঙ্কা দল। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ভুগেছেন মুস্তাফিজের বলে।

ম্যাচ শেষে মুস্তাফিজকে দেখার উপলব্ধির কথা জানালেন সংবাদ সম্মেলনে, ‘মুস্তাফিজ বাংলাদেশের সেরা বোলার। ওর বৈচিত্র্য অনেক। বিশেষ করে এখানকার উইকেটে, বল যেখানে গ্রিপ করে, ওর বোলিংয়ে ব্যাটসম্যানদের কাজ আরও কঠিন হয়ে যায়। তার স্কিল লেভেল ব্রিলিয়ান্ট। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য সে অসাধারণ আবিষ্কার। ’

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।