ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের সফলতা কামনায় শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিশ্বকাপের সফলতা কামনায় শচীন ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী মার্চে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠতম আসর। সংক্ষিপ্ত ফরম্যাটের এ আসরকে কেন্দ্র অংশগ্রহনকারী সবগুলো দলই নিজেদের শেষ প্রস্তুতিটা সেরে ফেলছে।

আর আসছে বিশ্বকাপটি হবে সবচেয়ে সেরা আসর এমনটি জানিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

এদিকে বিশ্বকাপের আগে নিজেদের আরও বেশি ঝালাই করে নিতে এশিয়া কাপে খেলছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপ সাধারণত ৫০ ওভারের হয়ে থাকলেও এবারে বিশ্বকাপ কাছে থাকায় নিয়মের পরিবর্তন এনে টি-২০ ফরম্যাটে করা হয়েছে।

বিশ্বকাপ সম্পর্কে শচীন বলেন, ‘ভারতের মাটিতে বিশ্বকাপ একটি বড় ব্যাপার। আসরটিকে ঘিরে সবাই সামনে দিকে তাকিয়ে। এই টুর্নামেন্টে মিলিয়ন চোখ থাকবে। শুধুমাত্র ভারতে নয় পুরো বিশ্বেই এটির নজর থাকবে। ’

তিনি আরও বলেন, ‘কোন সন্দেহ নেই, বিশ্বকাপের আসরটি চরম সফলতা পাবে। আমি নিশ্চিত পুরো বিশ্ব থেকে টুর্নামেন্টটি দারুণ সাড়া পাবে। ’

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।