ঢাকা: আগামী মার্চে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠতম আসর। সংক্ষিপ্ত ফরম্যাটের এ আসরকে কেন্দ্র অংশগ্রহনকারী সবগুলো দলই নিজেদের শেষ প্রস্তুতিটা সেরে ফেলছে।
এদিকে বিশ্বকাপের আগে নিজেদের আরও বেশি ঝালাই করে নিতে এশিয়া কাপে খেলছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপ সাধারণত ৫০ ওভারের হয়ে থাকলেও এবারে বিশ্বকাপ কাছে থাকায় নিয়মের পরিবর্তন এনে টি-২০ ফরম্যাটে করা হয়েছে।
বিশ্বকাপ সম্পর্কে শচীন বলেন, ‘ভারতের মাটিতে বিশ্বকাপ একটি বড় ব্যাপার। আসরটিকে ঘিরে সবাই সামনে দিকে তাকিয়ে। এই টুর্নামেন্টে মিলিয়ন চোখ থাকবে। শুধুমাত্র ভারতে নয় পুরো বিশ্বেই এটির নজর থাকবে। ’
তিনি আরও বলেন, ‘কোন সন্দেহ নেই, বিশ্বকাপের আসরটি চরম সফলতা পাবে। আমি নিশ্চিত পুরো বিশ্ব থেকে টুর্নামেন্টটি দারুণ সাড়া পাবে। ’
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস