ঢাকা: প্রায় দেড় মাস হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রস টেইলর। সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভোগায় আসন্ন টি-২০ বিশ্বাকাপে তার ফিটনেস নিয়েই শঙ্কা জেগেছিল।
কিউই ক্রিকেটের জন্য সুসংবাদ, ইনজুরি কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন টেইলর। ঘরোয়া টি-২০ ম্যাচে (২৮ ফেব্রুয়ারি) নর্থ আইসল্যান্ডের হয়ে সাউথ আইসল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ৩১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান। তার দলও ছয় উইকেটের দাপুটে জয় পায়।
এক সাক্ষাৎকারে টেইলর বলেন, ‘আমি খানিকটা নার্ভাস ছিলাম (ঘরোয়া লিগ ম্যাচটি খেলার সময়)। এটা আমার জন্য ভালো ছিল। পরবর্তী কয়েক সপ্তাহে আরো উন্নতি করার ব্যাপারে আত্মবিশ্বাসী। ফিজিও বলেছেন, ফিটনেস সমস্যা কাটিয়ে এরকম একটা ম্যাচ খেলায় তা কাজে লাগবে। আমি নিশ্চিত যে, ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দলের হয়ে প্রথম ম্যাচেই খেলতে পারবো। শতভাগ ফিটনেসের ব্যাপারে আমি আশাবাদী। ’
গত ২২ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভুগে মাঠ ছাড়েন টেইলর। এরপর থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে।
বিশ্বমঞ্চেই হয়তো নিজের সেরাটা নিয়ে ফিরবেন ‘আত্মবিশ্বাসী’ টেইলর। মূল পর্বের আগে শ্রীলঙ্কা (১০ মার্চ) ও ইংল্যান্ডের (১২ মার্চ) বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপসরা।
সুপার-১০ এর গ্রুপ-১ এ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্বাগতিক ভারত, পাকিস্তান ও বাছাইপর্বের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন। বিশ্বকাপ মিশনে প্রথমেই টিম ইন্ডিয়ার মুখোমুখি হবেন টেইলর- উইলিয়ামসনরা।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএম