ঢাকা: সাইড স্ট্রেইন ইনজুরি এশিয়া কাপে খেলতে দিলোনা মুস্তাফিজকে। ফলে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন টাইগার এই কাটার মাস্টার।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলেই মুস্তাফিজের ইনজুরির খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে, মুস্তাফিজের ইনজুরি নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ‘রোববার (২৮ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরেই মুস্তাফিজ সাইড স্ট্রেইনে ব্যথা অনুভব করেন। এমন চোটের পর এমআরআই রিপোর্টে দেখা যায়, তার ডান দিকটায় ইনজুরি আছে। তাই আগামী ৪৮ ঘণ্টা তাকে বিশ্রামে থাকতে হবে। ’
তবে ইনজুরি থেকে তিনি খুব দ্রুতই সেরে উঠবেন বলেও আশা করছেন এই বিসিবি ফিজিও।
আগামী বুধবার (০২ মার্চ) এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর
** ইনজুরিতে মুস্তাফিজ, স্কোয়াডে ফিরছেন তামিম