ঢাকা: জঙ্গি হামলার কেন্দ্রে পরিনত হওয়া পাকিস্তানে খেলতে রাজি না কোনো দেশ। সেই ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলাই আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে দেশটিকে বঞ্চিত করেছে।
এরই ধারাবাহিকতায় বিদেশি অন্য দেশগুলোকে নিজেদের দেশে আমন্ত্রণ জানাতে মরিয়া পাকিস্তান। কিন্তু জঙ্গি হামলার আশঙ্কায় এখনও সায় দেয়নি কেউ। পিসিবির লোভনীয় সব প্রস্তাবেও অন্য দলগুলো সাড়া দেয়নি। এবার পিসিবি দৃষ্টি রেখেছে বাংলাদেশের প্রতি।
এদিকে পাকিস্তানের মাটিতে সর্বশেষ বাংলাদেশ নারী দল সফর করে আসে। সেই সফরে অবশ্য অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটেনি।
সম্প্রতি টাইগারদের পাকিস্তান সফরের ব্যাপারটি আবারও আলোচনায় উঠে আসে। এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানকে এমন প্রশ্ন করা হয়। যেখানে তিনি বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে ইতিবাচক উত্তর দেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা এ ব্যাপারে আলোচনা করছি। খুব শিগগিরই কিছু একটা জানা যাবে। সিরিজ খেলতে বাংলাদেশ পাকিস্তানে সফর করবে। ’
এর আগে পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি মাশরাফির দল। উল্টো বাংলাদেশের মাটিতেই পাকিস্তানকে খেলতে আসতে হয়। ফিরতি সিরিজে বাংলাদেশ সেখানে খেলতে যাবে কী না সেটির সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এদিকে চলতি বছর পাকিস্তান প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলতে গিয়েছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। তবে টি-টোয়েন্টি ফরমেটের টুর্নামেন্টটির দ্বিতীয় আসর পাকিস্তান নিজ দেশে করার কথা জানায়। টি-টোয়েন্টির বেশ কিছু তারকা ক্রিকেটার এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে পিএসএলের দ্বিতীয় আসর বসলে তারা সেখানে খেলতে যাবেন না।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৬
এমএমএস