মিরপুর থেকে: চোটের কারণে মুস্তাফিজুর রহমানের এশিয়া কাপ এমন সময় শেষ হলো যখন কিনা বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান-যাদের বিরুদ্ধে টি-টোয়েন্টি দিয়ে আন্তজার্তিক ক্রিকেট ক্যারিয়ার শুরু মুস্তাফিজের।
সেই মুস্তাফিজই এবার এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে দর্শক! চোট তাকে খেলতে দিচ্ছে না কালকের ম্যাচটিতে-যেটি জিতলে ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। হারলে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর জয়-পরাজয়ের সমীকরণ ও রান রেটের দিকে।
ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে অমন পারফরম্যান্সের পর ওয়ানডে এমনকি টেস্টেও মুস্তাফিজ রেখে গেছেন সমান সাফল্য। কখনো ছাড়িয়ে গেছেন সবাইকে। গত একটি বছর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সফল বোলার ছিলেন মুস্তাফিজ। যার অবদানে বাংলাদেশ সাফল্যের আকাশে উড়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়ে।
সেই ধারাবাহিকতা মুস্তাফিজ ধরে রেখেছিলেন এশিয়া কাপেও। গত ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ‘কিপটে’ বোলিংয়ে চার ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। এমন বোলারকে কালকের ম্যাচে মিস করবে বাংলাদেশ- এটাই স্বাভাবিক। তবে মুস্তাফিজের না থাকাকে বড় ক্ষতি হিসেবেই দেখছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ‘মুস্তাফিজের না থাকা আমাদের জন্য অবশ্যই বিগ লস। সে না থাকলে সবসময় আমাদের ক্ষতি। সে মাঠে প্রমাণ করেছে আসলে ক্ষতিটা কেন। মুস্তাফিজ যা দিতে পারে তা টিমের জন্য আউটস্ট্যান্ডিং। ’
মু্স্তাফিজের জায়গায় স্কোয়াডে নেয়া হয়নি বাড়তি কোনো পেসারকে। ব্যাংকক থেকে ফেরায় তামিম ইকবালকে আনা হয়েছে স্কোয়াডে। বোলার না বাড়ায় স্বাভাবিকভাবেই কাল একাদশে আসার কথা আরেক বাঁহাতি পেসার আবু হায়দার রনির।
মুস্তাফিজের জায়গায় যেই দলে আসুক মুস্তাফিজ যে পারফর্ম করে তেমন প্রত্যাশা করা থেকে এক অর্থে বিরতই থাকতে বললেন টাইগারদের অধিনায়ক, ‘মুস্তাফিজ চলে যাওয়ায় পরিবর্তন আসাটা স্বাভাবিক। যেহেতু মুস্তাফিজ খেলতে পারছে না, সেটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। কারণ তার জায়গায় প্রমাণ করার মতো বিশ্বে কোনো বোলার নাই। তার জায়গায় যে খেলবে তার জন্যও চ্যালেঞ্জটা বড় কঠিন। আমি এতটুকু বলতে পারি মুস্তাফিজের জায়গা নিয়ে কেউ যদি আসে আর প্রত্যাশা করি মুস্তাফিজের মতো পারফর্ম করবে-এটা খুবই কঠিন। ’
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ০১ মার্চ ২০১৬
এসকে/এমআর