ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমিরাত ম্যাচে ভারতীয় একাদশে ব্যাপক পরিবর্তন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
আমিরাত ম্যাচে ভারতীয় একাদশে ব্যাপক পরিবর্তন ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটের সহজ জয়ে এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠলো তারা।

৬ মার্চের ফাইনাল নিশ্চিত হলেও আগামী বৃহস্পতিবারের (০৩ মার্চ) ম্যাচে ভারতের সামনে রয়েছে সহজ প্রতিপক্ষ আরব আমিরাত।

ফাইনাল নিশ্চিত হওয়ায় আগামী ম্যাচে ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন আসবে বলে আভাস দিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনি জানান, ‘পরের ম্যাচে দলে বেশ কয়েকটি পরিবর্তন আসবে। যতটা সম্ভব পরিবর্তন আনা যায় দলে। সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ সবার পরীক্ষা-নিরীক্ষা হলে ভালো হবে। ’

১৬ সদস্যের দল থেকে ভারত প্রথম তিনটি ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছে ১২ ক্রিকেটারকে। ফলে পরের ম্যাচেই একাদশে সুযোগ আসতে পারে হরভজন সিং, পার্থিব প্যাটেল, পবন নেগি, ভুবনেশ্বর কুমারদের।

তবে এদের সুযোগ করে দিতে বিশ্রামে যেতে হবে সমসংখ্যক ক্রিকেটারকে। এশিয়া কাপ খেলতে প্রথমে ১৫ সদস্যের ভারতীয় দল ঢাকায় এলেও ধোনি পিঠে চোট পাওয়ার কারণে দলে যুক্ত হন উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ০২ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।