ঢাকা: সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। এবার অস্ট্রেলিয়া দলের বোলিং কোচ হতে মুখিয়ে আছেন রায়ান হ্যারিস।
আসন্ন টি-২০ বিশ্বকাপ শেষেই অজিদের সহকারী কোচের (পেস বোলিং কোচ) পদ থেকে সরে দাঁড়াবেন ক্রেইগ ম্যাকডারমট। মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডদের মতো অজি পেসারদের পরিণত করার পেছনে তার অবদান অপরিসীম। ম্যাকডারমটের স্থলাভিষিক্ত হওয়ার ব্যাপক আগ্রহই প্রকাশ করেছেন ২৭টি টেস্ট ও ২১টি ওয়ানডে খেলা হ্যারিস।
ইতোমধ্যেই অবশ্য কোচিং পেশায় জড়িয়েছেন হ্যারিস। ঘরোয়া টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া একাদশের দায়িত্বে ছিলেন। এমনকি, বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের সঙ্গে দু’মাস সময় ব্যয় করেন। এর আগে ২০১৪ সালের উইন্টার মৌসুমে তিনি অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সংবাদমাধ্যমকে হ্যারিস বলেন, ‘আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি, যদি তারা (সিএ) আমাকে আগামীকালই এটি (বোলিং কোচ পদ) নিতে বলে, তবে আমি তাতে ঝাঁপ দেব। কিন্তু, ড্যারেন লেহম্যান, প্যাট হাওয়ার্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যান্য কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর তা নির্ভর করছে। ’
হ্যারিস যোগ করেন, ‘আরো অন্যান্য যোগ্য ব্যক্তি রয়েছেন যারা স্টেট ক্রিকেট কোচিংয়ে ভালো করছেন। তারাও সুযোগটা পেতে পারেন। তবে এ পদের দায়িত্ব নেওয়াটা সন্দেহাতীতভাবেই আমার প্রধান লক্ষ্য। অবশ্যই আমি এমন কিছু করতে চাই। শীর্ষ পর্যায়ে থেকে বিশ্বের সেরা টিমের কোচ হতে পারাটা স্বপ্নের মতো। আমার লক্ষ্যটা ওরকমই। ’
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
আরএম
** অজিদের দায়িত্ব ছাড়ছেন ম্যাকডারমট