ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুত মিরপুর, প্রস্তুত মাশরাফি-আফ্রিদিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
প্রস্তুত মিরপুর, প্রস্তুত মাশরাফি-আফ্রিদিরা ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আর কিছুক্ষন পরই মিরপুরে শুরু হচ্ছে এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। স্বাগতিক বাংলাদেশর জন্য অলিখিত ফাইনালের এই ম্যাচকে সামনে রেখে  ব্যাট হাতে হালকা অনুশীলন করছেন টাইগাররা।



সাকিব, সৌম্য, রিয়াদ এখনও হালকা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এর আগে মুশফিক কিছুক্ষণ উইকেট রক্ষনের অনুশীলন করে মাত্রই উঠেছেন। মাঠের অন্যপাশে অনুশীলন করছেন পাকিস্তানি ক্রিকেটাররা।  

এদিকে বুধবার (২ মার্চ) হাই প্রোফাইলের এই ম্যাচটিকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে চার নম্বর উইকেটটি। উইকেটে বেশি ঘাস নেই, অল্প পরিমান ঘাস-যাকে স্পের্টিং উইকেট বলা হয়। এমন উইকেটে লাইন-লেন্থ বজায় রেখে বল করতে পারলে বোলাররা যেমন  বাড়তি সুবিধা পাবেন তেমনি ভালো খেললে অনায়াসে রান পাবেন ব্যাটসম্যানরাও।

এদিকে, স্বাগতিকদের জন্য অলিখিত ফাইনালের এই ম্যাচটি দেখতে ইতোমধ্যেই গ্যালারিতে প্রবেশ করতে শুরু করছেন দর্শকরা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আজকের এই ম্যাচটি নিজেদের করে নিতে পারলে দ্বিতীয় বারের মত এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ থাকছে।

এর আগে, ২০১২ সালে প্রথম বারের মত এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠে এই পাকিস্তানের কাছেই ২ রানের ব্যবধানে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল টিম বাংলাদেশ।   সেটি ছিল ওয়ানডে ফরম্যাটের এশিয়া ‍কাপ, এবার হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২ মার্চ ২০১৬
এইচএল/এসকে/এমএমএস

** ফাইনালের পথে মাশরাফিদের বাধা পাকিস্তান
** আসতে শুরু করেছে দর্শক
** মিরপুরে টিকিটের হাহাকার
** টাইগারদের সামনে সেই পাকিস্তান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।