ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় ম্যাচের ক্রিকেটার মাহমুদউল্লাহ

স্পোটর্স ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
বড় ম্যাচের ক্রিকেটার মাহমুদউল্লাহ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাহমুদ‌উল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ নাম।



ব্যাটিং-বোলিং মিলিয়ে দারুণ এক অলরাউন্ডার হলেও বাংলাদেশ দলে খেলে যান গড়পড়তাভাবে। তবে বড় ম্যাচ হলেই যেন জ্বলে ওঠেন এ অলরাউন্ডার।

যে ম্যাচে টাইগারদের কাছে দেশের মানুষের ‍চাহিদা থাকে অনেক, বেশি। সেসব ম্যাচেই যেন যাদুবলে জ্বলে ওঠেন মাহমুদ‌উল্লাহ।

সর্বশেষ (০২ মার্চ) বুধবার রাতেও নিজেকে আবারো বড় ম্যাচের ক্রিকেটার হিসেবে প্রমাণ করলেন তিনি।

প্রতিটি বলেই যেখানে জয়-পরাজয়ের হিসাব, সেখানে মাথা ঠাণ্ডা রেখে ১৫ বলে খেললেন ২২ রানের কার্যকরী এক ইনিংস। এরমধ্যে দুইটি ৪ ও একটি ৬।

এরআগে গত বিশ্বকাপের বড় ম্যাচগুলোতে টানা সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছেন মাহমুদউল্লাহ।

গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ১৩৮ বলে ১০৩ রানের ইনিংসটি খেলে মাহমুদউল্লাহ বিশ্বকাপে বাংলাদেশের সেঞ্চুরি খরা দূর করেছিলেন। এমনকি টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে গড়েছিলেন অনন্য রেকর্ড। ওই বিশ্বকাপে রান স্কোরারের তালিকার ৯ নম্বরে ছিলেন তিনি।

টাইগার ফ্যানদের আশা ভারতের বিপক্ষে এবারের এশিয়া কাপের ফাইনালেও আবারো বড় ম্যাচের বড় ক্রিকেটার হয়েই জ্বলে উঠবেন এ টাইগার।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।