ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটসম্যানদের দুষলেন ওয়াকার

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
ব্যাটসম্যানদের দুষলেন ওয়াকার ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: এশিয়া কাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে ৫ উইকেটে হেরে এবারের আসর থেকে নিজেদের বিদায় ঘণ্টা বাজিয়েছে টিম পাকিস্তান।

আর স্বাগতিকদের বিপক্ষে হারের কারণ হিসেবে শিষ্যদের বাজে ব্যাটিংকে কাঠগড়ায় দাঁড় করালেন পাকিস্তানের হেড কোচ ওয়াকার ইউনুস।



বুধবার (০২ মার্চ) বাংলাদেশের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এদিন সংবাদ সম্মেলনে এসে ওয়াকার বলেন, বাংলাদেশের বিপক্ষে আমাদের বোলিং ভাল হলেও ব্যাটিং ছিল খুবই হতাশাজনক। যা দিনশেষে আমাদের হারের কারণ হয়ে দাঁড়িয়ছে। শুধু তাই নয় টপ অর্ডারদের ব্যর্থতায় দ্রুত উইকেট পড়ে যাওয়ায় আমরা ১৫০-১৬০ এর সংগ্রহ পাইনি। ফলে আমাদের হার না মেনে উপায় ছিলনা, কেননা এই উইকেটে ১২৯ খুবই কম সংগ্রহ।

শুধু বাজে ব্যাটিংই নয়, এদিন ম্যাচের মোমেন্টামও পাকিস্তানের পক্ষে ছিল না বলে দাবি করেন ওয়াকার। তিনি এও স্বীকার করেন, এই মুহূর্তে পাকিস্তান ফর্মে নেই। তাই তারা তাদের সেরা খেলাটি খেলেও জয় পায়নি।

পাশাপাশি ওয়াকার মনে করেন, বাংলাদেশের বিপক্ষে শোয়েব মালিক জ্বলে উঠলেই তার দল জয় পেতে পারতো। শোয়েব মালিক সেটা পারেননি। আরাফাত সানির বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ৪১ রানের ইনিংস খেলে, যা পাকিস্তানের বড় একটি সংগ্রহের অন্তরায় হিসেবে কাজ করেছে। ওর আজকের ম্যাচে ক্লিক না করাটাও এ আমাদের হারের অন্যতম কারণ।

এছাড়া এতোদিন ওয়ানডেতে ভাল খেলা বাংলাদেশ টি-টোয়েন্টিতেও ভাল খেলতে শুরু করেছে। বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবে মত দিয়ে ওয়াকার বললেন, বাংলাদেশ দিন দিন পরিপক্ক হচ্ছে, বিষয়টি ওদের ক্রিকেটের জন্যই ভাল।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এইচএল/এসআর    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।