ঢাকা: টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের জন্য দুঃসংবাদ। দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বিরুদ্ধে ‘অ্যান্টি-ডোপিং’ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
বিশ্বকাপের এবারের আসরে ক্যারিবীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আন্দ্রে রাসেল। বিস্ফোরক অলরাউন্ডার হিসেবে ইতোমধ্যেই বেশ খ্যাতি পেয়েছেন। খেলে বেড়াচ্ছেন বিশ্বব্যাপী ঘরোয়া টি-২০ লিগগুলোতে। কিন্তু, ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে তার ক্যারিয়ারই এখন হুমকির মুখে!
জ্যাডকোর’র ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিনারি প্যানেল চেয়ারম্যান কেন্ট প্যান্টরি রয়টার্সকে বলেন, ‘প্রায় দু’সপ্তাহ আগে রাসেলের বিষয়টি (ডোপিং আইন লঙ্ঘন) সম্পর্কে আমাদের অবগত করা হয়েছে। আমি ব্যাপারটি যাচাই-বাছাই করার জন্য প্যানেল নিয়োগ দিয়েছি। ’
জানা যায়, নিষিদ্ধ কোন পদার্থ (মাদবদ্রব্য) নিয়ে থাকলে পরীক্ষার সুবিধার্থে অ্যাথলেটদের তা স্থানীয় অ্যান্টি-ডোপিং এজেন্সিকে অবগত করা উচিৎ। শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হলে সম্ভাব্য দু’বছরের নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন রাসেল।
এক বিবৃতিতে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড জানায়, ‘একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জ্যাডকো বিষয়টি উদঘাটন করবে। সবকিছুই পর্যবেক্ষণ করা হবে এবং সে অনুযায়ীই পরামর্শ দেওয়া হবে। ’ অর্থাৎ, জ্যাডকোর পূর্ণাঙ্গ অফিসিয়াল রিপোর্টের ওপরই হয়তো রাসেলের ভাগ্য নির্ভর করছে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
আরএম