ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

৬ষ্ঠ বারের মতো খেলছেন ১৯ জন, বাংলাদেশি ৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
৬ষ্ঠ বারের মতো খেলছেন ১৯ জন, বাংলাদেশি ৫

ঢাকা: আগামী ৮ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে ক্রিকেটের ধুম-ধাড়াক্কা ফরমেট টি-টোয়েন্টির ষষ্ঠ আসর। জিম্বাবুয়ে ও হংকংয়ের ম্যাচের মধ্য দিয়ে ২৭ দিনব্যাপী ক্রিকেটের এ মহাযজ্ঞ শুরু হবে ভারতের নাগপুরে।



এবারের আসরে অংশ নিতে যাওয়া দলগুলোর খেলোয়াড়দের মধ্যে এমন ১৯ খেলোয়াড় রয়েছেন যারা এবারের আসরসহ সবগুলো টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন। আর এসব খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৫ জনই টাইগার ক্রিকেটার।  

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টির প্রথম আসর বসে। ওই আসরে অংশ নেওয়া বাংলাদেশ দলের মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা রিয়াদরা থাকছেন এবারের আসরেও।

তিনজন নিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টিতে অংশ নেওয়া খেলোয়াড়ের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ‍ভারতের মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, যুবরাজ সিং এবং ওয়েস্ট ইন্ডিজের ডুয়াইন ব্রাভো, ক্রিস গেইল, দিনেশ রামদিন।

তালিকায় থাকা দুই কিউই হলেন- নাথান ম্যাককালাম, রস টেলর, প্রোটিয়া এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, লংকান তিলেকারত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা, একমাত্র পাকিস্তানি শহীদ আফ্রিদি ও অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন।

আগামী ৯ মার্চ (বুধবার) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।