ঢাকা: ডেভিড মিলারের দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ধুঁকছিলো প্রোটিয়ারা।
ডারবানে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে অজিরা নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৫৭ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার অ্যারন ফিঞ্চ। ৩৫ রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে। স্পিনার ইমরান তাহির নেন তিনটি উইকেট। আর দুটি করে উইকেট পান কেগিসো রাবাদা ও ডেভিড উইসি।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। এক পর্যায়ে ৯৫ রানে ছয় উইকেট হারালে হারের শঙ্কা জাগে দলটির। তবে ফাফ ডু প্লেসিসের ৪০ ও মিলারের অপরাজিত ৫৩ রানের বিনিময়ে ১৯.২ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। মিলার ৩৫ বলে তিন চার ও তিন ছয়ে নিজের ইনিংসটি সাজান। এ জয়ের ফলে ১-০তে লিড নিল দলটি।
অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান নাথান কোল্টার-নাইল। একটি করে উইকেট নেন অ্যান্দ্রে টাই ও মার্শ।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৬
এমএমএস