ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাংকের কাণ্ডে বিস্মিত মিরপুর থানার ওসি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
ব্যাংকের কাণ্ডে বিস্মিত মিরপুর থানার ওসি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচের টিকিট-প্রত্যাশীদের সঙ্গে শনিবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। টিকিট-প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

মিরপুর ১০ নম্বর সেকশনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সামনে এ ঘটনা ঘটে।   এ সময় এক পুলিশসদস্যসহ প্রায় ১৫ জনের মতো টিকিট-প্রত্যাশী আহত হন।

ম্যাচ শুরুর একদিন আগে (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টিকিট পার্টনার ইউসিবি ব্যাংকে পাওয়ার কথা ফাইনালের টিকিট। কিন্তু সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার থেকে শনিবার বেলা ১২টা অবধি ইউসিবির মিরপুর শাখা (১০ নম্বর) তালাবদ্ধ অবস্থায় রয়েছে। তালাবদ্ধ ব্যাংকের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা।   এমন পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মিরপুর থানার ওসি  ভূঁইয়া মাহবুব আলম।

টিকিট ব্যবস্থাপনা নিয়ে ব্যাংকের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন তিনি, ‘পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তা দিতে এসেছে। ব্যাংক কিভাবে টিকিট দেবে সেটা তাদের ব্যাপার। এটা আমাদের দেখার বিষয় না। ব্যাংক কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করছে না। তারা জানাচ্ছে না টিকিট দেবে, কি দেবে না। এতে আমরাই অবাক হচ্ছি। ব্যাংক থেকে এ ব্যাপারে আগে জানানো হলে এমন ঘটনা ঘটত না। ’

তিনি আরও যোগ করেন, সব টিকিট অনলাইনে দেয়া হলে এরকম ঘটনা ঘটে না। আমাদের সঙ্গে বিসিবির যোগাযোগ হচ্ছে। তারা বলছে ঠিক পন্থায়ই টিকিট দেয়া হচ্ছে।

বিসিবির টিকিট অ্যান্ড সিটিং কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

শনিবার (০৫ মার্চ) সকাল থেকে ফাইনালের টিকিট পাওয়া যাবে-এমন আশাতে রাজধানী ও বিভিন্ন জেলা থেকে তরুণ-যুবারা আগের দিন (শুক্রবার সকাল ৭টা থেকেই) ভিড় করে মিরপুরের ইউসিবি শাখার সামনে। সেখানে অনেকই পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়েন। কিন্তু শনিবার সকালে নির্ধারিত সময়ে ব্যাংক না খোলায় মাথায় আকাশ ভেঙ্গে পড়ে টিকিটপ্রত্যাশীদের।

সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের লাঠিচার্জে আহত হন দুই তরুণ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১২টা ৪৫ মি.) তালাবদ্ধ ব্যাংকের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। আনা হয়েছে জলকামান। ২৪ ঘণ্টারও বেশী সময় অপেক্ষা করেও টিকিট না পাওয়ায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে টিকিট প্রত্যাশীদের মনে।   চরম অনিশ্চয়তা-বিভ্রান্তির মধ্যে পড়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৬
এসকে/এমআর

** রাত জেগে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের অপেক্ষা
** ব্যাংকে টিকিট কেনার লাইনে মারামারি, পুলিশের লাঠিচার্জ
** ব্যাংক বন্ধ, কোথায় গেল ফাইনালের টিকিট!
** টিকিট পেতে ২৭ ঘণ্টা আগেই লম্বা লাইন!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।