মিরপুর থেকে: এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ টি-টোয়েন্টির শীর্ষ দল ভারত। শিরোপা জিততে এ জাতীয় স্নায়ুক্ষয়ী ম্যাচে শুধু সেরা খেলাই শেষ কথা নয়, ভাগ্যদেবীর প্রসন্ন দৃষ্টিরও প্রয়োজন আছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শনিবার (৫ মার্চ) এশিয়া কাপ ফাইনালের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শিরোপা জয়ে করণীয় সম্পর্কে জানান টাইগার দলপতি।
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনির মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে টিম বাংলাদেশ তাদের প্রথম এশিয়া কাপ শিরোপা জয়ের মিশনে বেশ আটঘাট বেধেই নামবে। সবকিছু ঠিকঠাক থাকলে টাইগাররা এই ম্যাচে তাদের সেরা খেলাটিই খেলবেন তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। কিন্তু তারপরেও ম্যাচ জিততে ভাগ্য বলে যে ব্যাপারটি আছে সেই ব্যাপারটিকে বেশ গুরুত্ব দিচ্ছেন লাল-সবুজের অধিনায়ক।
অধিনায়ক হিসেবে মাশরাফি এমনিতেই অকুতোভয়, দলের সতীর্থরা আছেন টপ ফর্মে। অনেকেই আবার হারানো ফর্ম ফিরে পেয়েছেন, তার উপর আবার নিজেদের মাটিতে খেলা। সব বিবেচনায় ভারতের দলটি যে টাইগারদের মোক্ষম প্রতিপক্ষ একথা বলার আর অপেক্ষা থাকছে কই? তারপরেও নাকি কথা থেকে যায়। সেরা খেলার পাশাপাশি আক্রমণাত্মক খেলা এবং আক্রমণাত্মক সিদ্ধান্ত ফাইনালের অন্যতম মন্ত্র বলে দাবী করলেন ম্যাশ, ‘ফাইনালে তারাই জেতে যারা আক্রমণাত্মক খেলে এবং আক্রমণাত্মক সিদ্ধান্ত নিতে ভুল করেনা। ’
মাশরাফি হয়তো একটু বেশি সাহসী দেখেই এমন সাহসী কথা সংবাদ সম্মেলনে বলতে পারলেন। মাশরাফি এমনই। আরও একটি বিষয় যা তার সাহসী মনোভাবের প্রকৃত উদাহরণ এই সংবাদ সম্মেলনেই হয়ে থাকলো।
গণমাধ্যম কর্মীরা মাশরাফিকে জিজ্ঞেস করেন, এই ম্যাচ না জিতলে বাংলাদেশের হারানোর কিছু আছে কী না? উত্তরে টাইগার দলপতি জানান, ভারতের বিপক্ষে এই ম্যাচ না জিতলে কিছুই এসে যায়না। এই হারে বাংলাদেশ ক্রিকেট থেমে থাকবে না। তবে জিতলে আমরা এগিয়ে যাবো ও ভাল করবো। ’
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ৫ মার্চ ২০১৬
এইচএল/এমআর