ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট  টুর্নামেন্ট। শনিবার সকালে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।



এ সময় ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ শামসুদ্দিন চৌধুরী, সদস্য নোমান আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএসএ কাউন্সিলর আবু সামা বিপ্লব, স্পন্সর প্রতিষ্ঠান মাসিক পত্রিকা দখিনা’র সম্পাদক সারওয়ার জাহান, স্পন্সর প্রতিষ্ঠান লিবাস’র প্রধান নির্বাহী মনসুর আলম, টূর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলী ইকরামুল হক রমি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র অংশগ্রহণকারী দলসমূহকে এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতিযোগিতার সফল আয়োজনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়, আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, পোর্ট সিটি আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাদার্ন বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।

প্রথমদিনের খেলায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় দলের কাছে ছয় উইকেটে হেরেছে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় দল।


বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।