ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে ক্রিকেটপ্রেমীদের অন্যরকম সকাল

সাব্বির আহমেদ, স্টাফ কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
মিরপুরে ক্রিকেটপ্রেমীদের অন্যরকম সকাল ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিরপুরের সকালটা অন্যদিনের চেয়ে আজকে একটু আলাদা। টিকিট চাই, টিকিট চাই- এমন দাবি মিরপুরের আকাশ ভারি করে তুলেছে।

রাজধানী শহর ঢাকা যেন মিরপুর অভিমুখী। মিরপুর স্টেডিয়ামের আশপাশে সকাল থেকেই যে ভিড়, তা তাক লাগানোর মতো। ক্রিকেটময় বাংলাদেশের এ যেন এক অভূতপূর্ব রূপ।

রোববার সকালেও ব্যাংক আর কোনো টিকিট দেবে না বলে ঘোষণা দিয়েছে। এমন ঘোষণার পরও কয়েকশ টিকিট প্রত্যাশী তরুণ ব্যাংকের অভিমুখে লাইন ধরে দাঁড়িয়ে। পুলিশের বাধা উপেক্ষা করে ব্যাংকে প্রবেশ চাই তাদের।

এদিকে ইনডোর স্টেডিয়ামের পাশে কয়েক হাজার মানুষের লাইন অনেকদূর ছড়িয়ে গেছে, কিন্তু অস্থায়ী টিকিট বুথ সকাল সাড়ে ১০ টায়ও খোলেনি।

বেলা বাড়ছে, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে লাইন, বাড়ছে ভিড়। সেই ভিড় ঠেলে সামনে এগুতে চাইলে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশের ধাক্কাধাক্কির স্বীকার হয়ে ফিরছেন আবার অনেক ক্রিকেট পাগল।

বাংলাদেশ-বাংলাদেশ ক্রিকেট মহারণ হবে সন্ধ্যায়, কিন্তু এখনই যে যুদ্ধ বেধে যাচ্ছে সেটা মিরপুর না এলে বোঝার মতো নয়।

স্টেডিয়াম সংলগ্ন ইউসিবি ব্যাংকের সামনে কিছু তরুণ সাদা কাগজে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই’-এমনটি লিখে তুলে ধরছেন।

তাদের অনেকের অভিযোগ, কালোবাজারিতে টিকিট মিলছে অতিরিক্ত দামে, কিন্তু রাত থেকে লাইনে দাঁড়িয়ে মিলছে না টিকিট।

‘সোনার হরিণ’ টিকিট নিয়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিকেট পাড়ায়। সেই গুঞ্জনের তথ্য বলছে, প্রধানমন্ত্রী আসবেন বলে আগে থেকে সংরক্ষণ করা আছে পাঁচশো টিকিট। সরকারের সংসদ সদস্যরা প্রত্যেকের জন্য টিকিট নিয়েছেন। ক্রীড়া সংগঠনগুলোকে দেয়া হয়েছে তিন হাজার, উচ্চপদস্ত কর্মকর্তা সেনাবাহিনী পর্যায়ে দুই হাজার টিকিট দেওয়া হয়েছে।

তবে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি নিজেইতো জানিয়ে দিয়েছেন, ২৫টির মতো টিকিট চেয়ে তিনি পেয়েছেন মাত্র ৫টি!
 
খোঁজ নিয়ে জানা গেছে, ভিআইপি’র নামে অনেক টিকিট গেলেও অনেক ভিআইপি খুঁজে ফিরছেন টিকিট। টিকিট না পাওয়ার বেদনায় আছেন ভিআইপি ছাড়াও গুরুত্বপূর্ণ পর্যায়ের লোকের লাইন অনেক দীর্ঘ।  

তবে তার তার চেয়ে বেশি দীর্ঘ সত্যিকারের লাইন ধরেছে মিরপুরে আসা হাজার হাজার ক্রিকেট পাগল তরুণ। দিনের রোদের উত্তাপ বাড়ার মতই তাদের উপস্থিতির উত্তাপ শেষ পর্যন্ত কতটা সমাল দেবে পুলিশ-সেটাই দেখার বিষয়।
 
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এসএ/এসএইচ

** ইতিহাস গড়ার পথে টাইগারদের প্রতিপক্ষ ভারত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।