ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিমন্সের বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
সিমন্সের বিশ্বকাপ শেষ ছবি: সংগৃহীত

ঢাকা: কাঁধের ইনজুরির কারণে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান লেন্দল সিমন্সের। সিমন্সের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এখনও কারও নাম প্রকাশ করেনি।



এদিকে সিমন্সের পরিবর্তে দলে আসতে পারেন ডোয়েন স্মিথ। ডানহাতি এ ব্যাটসম্যান সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগের ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন। যেখানে তার দল ইসলামাবাদ ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া ফেভারিটের তালিকা রয়েছেন আরেক ব্যাটসম্যান জোনাথন কার্টার।

ক্যারিবীয়দের চতুর্থ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন সিমন্স। এর আগে সুনিল নারিন, কাইরন পোলার্ড ও ড্যারেন ব্রাভো বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিলেন।

সিমন্স এর আগে ক্যারিবীয়দের হয়ে ২০০৯, ২০১২ ও ২০১৪ বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন। যদিও ২০১২ সালে দল চ্যাম্পিয়নস হলেও তিনি কোন ম্যাচ খেলেননি।

২০০৭ সালে টি-২০ অভিষেকের পর এখন পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন। যেখানে চারটি অর্ধশতক সহ ২৫.৩৬ গড়ে ৭৬১ রান করেছেন। ২০১৫ সালের জানুয়ারিতে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।