ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগার ভক্তরাও প্রস্তুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
টাইগার ভক্তরাও প্রস্তুত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দিনটি হয়ে থাকতে পারে ইতিহাসের সাক্ষি! শত চেষ্টা করেও মাঠে স্বপ্নের ফাইনাল সরাসরি দেখার টিকিট পাননি হাজার হাজার টাইগার ভক্ত। তাতে কী, ততক্ষণে ঘরকে মাঠ বানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন ক্রিকটপ্রেমীরা!

টাইগার প্রতিপক্ষ ভারতকে হারাতে একদিন আগে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি।

আর ভক্তরাও যে প্রস্তুত তা ফেসবুকের কল্যাণে সহজেই তা অনুমান করা যায়।
 
শরিফুল ইসলাম কামরুল ফেসবুকে এশিয়া কাপ ফাইনালের টিকিট চেয়ে স্রষ্টার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি এই ফাইনাল নিয়ে মারাত্মক এক্সাইটেড হয়ে আছেন জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমি খেলা দেখার সুযোগ চাই’।
 
রেজাউল করিম প্লাবন তার সাথীদের নিয়ে ফেসবুকে একটি গ্রুপ ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমরা প্রস্তুত…’
 
আরিফ আহমেদ লিখলেন, ‘ফাইনালের টিকিটের জন্যে বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপন সাহেবের কাছে ১ লাখ ২৫ হাজার আবেদন আসে... এর মধ্য আমাদের মন্ত্রী ও এমপি মহোদয়গণ তো আছেই... আর মিরপুর দেখলাম ইউসিবি ব্যাংক থেকে টিকিট নিতে লাইন নিয়ে মারামারি.. কাল আমার ঘরটাকেই মাঠ বানিয়ে ফেলব...’।
 
আরেক ক্রিকেট ভক্ত কুশল ইয়াসির লিখেছেন, ‘সার্পোট করতে হলেই কি ডিপি পরির্বতন করতে হবে? টাইমলাইনে আমার কাভার ছবিটা দেখেন, প্রায় ৩৬ মাস যাবত এটাই আছে, আশা করি এটাই থাকবে... ’।
 
সাইফুল আল ইমরান তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘জিতবে বাংলাদেশ’।  
 
টাইগার অধিনায়কের ছবি দিয়ে প্রোফাইল বানিয়ে ক্রিকটপ্রেমী তাসনিম হাসান ফাইনাল নিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে লিখলেন, ‘হে সৃষ্টিকর্তা, জীবনে প্রিয় মাশরাফির অনেক কিছু কেড়ে নিয়েছো তুমি। রক্তপাত-হতাশায় ডুবে থাকা,অথবা তীব্র কাটাছেঁড়া!! কিংবা স্ট্রেচারে ভর, পায়ে ব্যান্ডেজ-কত কিছুই তো ‘উপহার’ দিয়েছো তুমি প্লিজ, এ বার অন্তত এশিয়া কাপটা দাও। আজ আমরা সবাই মাশরাফি....’।
 
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
টিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।