ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন বলে তিন উইকেট, কিন্তু হ্যাটট্রিক নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
তিন বলে তিন উইকেট, কিন্তু হ্যাটট্রিক নয় ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে অস্বাভাবিক কৃতিত্ব অর্জন করেছেন জোয়েল প্যারিস। তিন বলে তিনটি উইকেট পেলেও হ্যাটট্রিকের স্বীকৃতি পাননি ২৩ বছর বয়সী অজি পেসার।

কেননা, দুই ম্যাচ জুড়ে টানা তিন বলে উইকেট নেন এ বাঁহাতি উদীয়মান বোলার।

প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে এমন অদ্ভুত ঘটনা ঘটে। পার্থের ওয়াকা গ্রাউন্ডে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন জোয়েল প্যারিস। ওপেনার জেক ওয়েথারেল্ডকে স্লিপে দাঁড়ানো শন মার্শের ক্যাচে পরিণত করেন বছরের শুরুতে অজি দলে অভিষিক্ত হওয়া এ পেসার।

এতেই নিজের শেষ তিনটি বলে উইকেট নেয়ার উল্লাসে মাতেন প্যারিস। কিন্তু, দুই ম্যাচ মিলিয়ে হওয়ায় রেকর্ডের খাতায় তা হ্যাটট্রিক হিসেবে গণ্য হয়নি।

এক সপ্তাহ আগে দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে ২৪ রানের রোমাঞ্চকর জয় এনে দেন প্যারিস। ইনিংসের শেষ দুই বলে কুইন্সল্যান্ডের শেষ দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দলকে জয়োল্লাসে ভাসান। নিজের পরের ম্যাচের প্রথম বলেই উইকেট দিয়ে শুরু করেন। কিন্তু, টানা তিন বলে উইকেট নিয়েও হ্যাটট্রিকের স্বাদ পাননি তিনি।

আইসিসি চাইলেই এ নিয়মটিতে পরিবর্তন আনতেই পারে! হোক না তা দুই ম্যাচ মিলিয়ে!

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।