ঢাকা: আর কয়েক ঘণ্টা পরেই এশিয়া কাপ ফাইনালের মহারণে নামবে বাংলাদেশ-ভারত। হাইভোল্টেজ এ ম্যাচটি নিয়ে বিশ্ব ক্রিকেটের আগ্রহের কমতি নেই।
বহুল প্রচলিত ‘হিন্দুস্থান টাইমস’ এশিয়া কাপের ফাইনালে খেলতে নামা পাঁচ ক্রিকেটারকে আলাদা করে ফোকাস করেছে। ক্রিকেটারদের নিয়ে বিশ্লেষণ করতে তারা পাঁচ ক্রিকেটারের দিকে সকলের দৃষ্টি থাকবে বলে জানায়।
পাঁচ ক্রিকেটারের মাঝে তিনজন ভারতের আর বাকি দু’জন বাংলাদেশের। টাইগার ক্রিকেটারদের নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তারা বেছে নিয়েছে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং পেসার আল আমিন হোসেনকে।
ব্যাটিং শক্তির ভারতের তিনজনের মাঝে দুইজন ব্যাটসম্যান হলেও বোলার হিসেবে হিন্দুস্থান টাইমস রেখেছেন আশিষ নেহারাকে। রোহিত শর্মা আর বিরাট কোহলির দিকে বিশ্ব ক্রিকেট তাকিয়ে থাকবে বলে তারা রিপোর্টটিতে উল্লেখ করে।
টাইগারদের ওপেনার তামিম প্রসঙ্গে তারা লেখেন, বাংলাদেশের স্টাইলিশ এই ওপেনার ভারতের বোলারদের জন্য দুঃশ্চিন্তার বিষয় হয়ে উঠতে পারে। এশিয়া কাপের প্রথম দিকে তামিম না খেললেও পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের হয়ে মাঠে নামেন। পাকিস্তান সুপার লিগের আসরে তার পারফর্ম দেখার মতো ছিল।
এদিকে, এবারের এশিয়া কাপের আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক নম্বরে থাকা আল আমিন প্রসঙ্গে তারা লিখেছে, চলমান এশিয়া কাপের আসরে আল আমিন সবাইকে চমকে দিয়েছে। মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে ছিটকে যাওয়ার পর তার অনুপস্থিতি আল আমিন বুঝতে দিচ্ছেনা। এবারের আসরের চার ম্যাচ খেলে সর্বোচ্চ ১০টি উইকেট তুলে নিয়েছে আল আমিন। ফাইনালে ভারতের বিপক্ষেও উইকেট শিকার করে নিজের থলিতে আরও কিছু ভরে নিতে চাইবে আল আমিন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৬
এমআর