ঢাকা: সর্বশেষ ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে ফাইনালে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতার চুলচেড়া বিশ্লেষণ করে নিজেদের রণেকৌশল অনুযায়ী সঠিক স্কোয়াড নামাতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
একাদশে পরিবর্তন এলে সবচেয়ে বড় চমক হয়ে আসবেন বাঁহাতি ফাস্ট বোলার আবু হায়দার রনি। অনেকটা মুস্তাফিজের অভাব পূরণ করতেই তাকে নেওয়া হতে পারে ফাইনাল ম্যাচে। বিপিএল-এর সেরা আবিষ্কার এই বাঁহাতি পেসারের সুইং ও ইয়র্কারে নাস্তানাবুদ হতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা। রনির বিপক্ষে আগে কখনোই না খেলায় তাকে নিয়ে ব্যাটসম্যানরা বিড়ম্বনায় পড়বেন বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
স্কোয়াডে আবু হায়দার রনি যুক্ত হলে প্রথম তিন ম্যাচের মতো আবারও চার পেসারের স্কোয়াডে ফেরা হবে টাইগারদের। প্রতিপক্ষে যুবরাজ, রায়না, ধাওয়ান ও জাদেজার মতো মারকুটে বাঁহাতি ব্যাটসম্যান থাকায় পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে একাদশের বাইরে চলে যেতে হবে।
এছাড়াও ফাইনাল ম্যাচে মুশফিকের পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়াতে পারেন নুরুল হাসান সোহান। চার পেসারের গতিময় বাউন্স ও সুইং করা বল তালুবন্দি করতে দীর্ঘদেহী এই উইকেটরক্ষক ব্যাসম্যানই এখন কোচ চণ্ডিকা হাথুরাসিংহের প্রথম পছন্দ। সে ক্ষেত্রে মুশফিকুর রহিম খেলবেন কেবল ব্যাটম্যান হিসেবে আর দল থেকে বাদ পড়বেন মোহাম্মদ মিঠুন।
ফাইনাল ম্যাচে দলে পরিবর্তন আসছে কি না তা সংবাদ মাধ্যমকে না জানালেও অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছিলেন, আমরা চমক দেওয়ার জন্য কিছু করবো না! তবে আমরা বিশ্বাস করি, ২০১৫ সাল থেকে যেটা আমরা বিশ্বাস করে আসছি সেভাবে পরিকল্পনা করতে চাই। আমি ব্যক্তিগতভাবে উইনিং কম্বিনেশন বলে কিছু নেই বলে মনে করি। প্রতিপক্ষ ও উইকেট মাথায় রেখেই আমরা প্রস্তুতি নেই। সেভাবেই মূলত আমাদের টিম সাজানো হবে। এর চেয়ে বেশি এই মুহূর্তে বলা সম্ভব নয়।
বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আলআমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমজেএফ/