ঢাকা: সোনার হরিণ টিকিট সংগ্রহ করতে রাত থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামের অস্থায়ী বুথের সামনে লাইনে দাঁড়িয়েছে হাজারো ক্রিকেটপ্রেমী। টিকিটও শেষ! কিন্তু তাতে মানতে নারাজ ক্রিকেটপ্রেমীরা।
রোববার (০৬ মার্চ) বেলা আড়াইটার দিকে মাইকিং করে টিকিট শেষ বলে ঘোষণা দেওয়া হয়। তারপরও টিকিট আছে প্রত্যাশা করে ভক্তরা লাইনে দাঁড়িয়ে থাকায় তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ।
টিকিট প্রত্যাশী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিকিটের জন্য রাত থেকে মিরপুর স্টেডিয়াম এলাকায় হাজার হাজার মানুষ ভিড় করে। ইনডোর স্টেডিয়ামের অস্থায়ী বুথ টিকিট বিক্রি শুরু হয় দুপুর ১২টার পর।
এরপর বেলা আড়াইটার দিকে টিকিট বিক্রি শেষ বলে সেখান থেকে ক্রিকেটভক্তদের সরে যেতে বলা হয়। কিন্তু এসময় টিকিট প্রত্যাশীরা না সরায় তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল বাংলানিউজকে বলেন, আড়াইটার সময় সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। এরপরও কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে ছিল। মাইকিং করে তাদেরকে একাধিকবার সরে যেতে বলা হয়, এরপর তাদেরকে সরিয়ে দেওয়া হয়।
তবে যারা টিকিটি পেয়েছেন তারা স্টেডিয়ামের মূল গেট দিয়ে খেলা দেখার জন্য প্রবেশ করতে প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
এর আগে শনিবার (০৫ মার্চ) ব্যাংকে টিকিট নিতে গেলে ক্রিকেট ভক্তদের লাঠিচার্জ করে কয়েক দফা ছত্রভঙ্গ করেছিল পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এসএ/টিএইচ/বিএস