ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলানিউজকে রিয়াদের মা-বাবা

ওরা যেন জয় ছিনিয়ে আনতে পারে

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
ওরা যেন জয় ছিনিয়ে আনতে পারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ময়মনসিংহ : হোম গ্রাউন্ডে টি-টুয়েন্টির মেগা আসরের ফাইনালে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জিতলেই মিলবে এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা।

জয়ের জন্য মুখিয়ে আছে গোটা দেশ। মাশরাফি-সাকিব-রিয়াদদের হাত ধরে নতুন ইতিহাস রচনার অপেক্ষায় টাইগাররা।

ময়মনসিংহের ছেলে মাহমুদউল্লাহ রিয়াদ গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠেছিলেন ব্যাট হাতে। পেয়েছিলেন কুলেস্ট প্লে’র স্বীকৃতি। ক্রিকেটের চলমান এ আসরে দ্যুতি ছড়িয়েছিলেন আরব আমিরাতের বিপক্ষে। সেই রিয়াদ আজ কী করবেন, এমন ভাবনায় বুঁদ হয়েছে ময়মনসিংহের লাখো লাখো ক্রীড়ামোদী।

এ বিষয়ে জানতে রোববার (০৬ মার্চ) দুপুরে বাংলানিউজের সঙ্গে মুঠোফোনে আলাপ হয় মাহমুদ উল্লাহ রিয়াদের বড় ভাই আহসান উল্লাহ’র সঙ্গে। নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, দেশবাসীর দোয়া আছে টিম বাংলাদেশের সঙ্গে। আজ ভাল কিছুই হবে। বাংলাদেশ জিতবে। ক্রিকেটের জয় হবে। ইনশাল্লাহ রিয়াদও ভাল খেলবে।

রিয়াদের বাবা ওবায়েদ উল্লাহ ও আরাফাত বেগম সপ্তাহখানেক ধরেই অবস্থান করছেন রিয়াদের ঢাকার বাসায়। বড় ছেলে আহসান উল্লাহ’র মাধ্যমে রিয়াদের বাবা ওবায়েদ উল্লাহ ও মা আরাফাত বেগম দেশবাসীর দোয়া চেয়েছেন। বলেছেন, ‘দোয়া করি, যেন আজ রিয়াদরা জয় ছিনিয়ে আনতে পারে। ’

মাহমুদ উল্লাহ রিয়াদ গর্জে উঠলেই আনন্দে নাচন দিয়ে উঠেন কোটি কোটি দর্শক। সেই আনন্দে আত্মহারা হয়ে উঠেন ছোট ভাতিজা ফারহান উল্লাহ রাইয়ানও (১৩)।

চাচা রিয়াদ আজো নিজের সেরাটাই নিংড়ে দেবে, প্রত্যাশার এমন পারদ উর্ধ্বমুখী ভাতিজার কন্ঠেও, ‘আজ ট্রফি জয় হবে। চাচ্চুরা সবাই মিলে ভারতকে হারিয়ে দিবে। ’

মাশরাফি-সাকিব-রিয়াদরা আজ আইসিসির টি-টুয়েন্টিতে এক নম্বর দল ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতবে এমন আশাবাদী উচ্চারণ ময়মনসিংহের ক্রীড়ামোদীদের মাঝেও। নগরীর বিভিন্ন মোড়, এমনকি অলি-গলিতেও বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার প্রস্তুতি চলছে।

ময়মনসিংহ পণ্ডিতপাড়া ক্লাবের সভাপতি ও পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘টিম বাংলাদেশ নিজেদের সেরাটা খেলতে পারলে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ট্রফি নিজেদের ঘরে তুলতে পারবে।

মারকুটে ব্যাটসম্যান হিসেবে রিয়াদের সুনাম রয়েছে। টি-টুয়েন্টি ক্রিকেটের চলমান আসরেও রিয়াদ নিজেকে প্রমাণ করেছেন। রিয়াদসহ সবাই ভাল খেলেই ভারতের বিপক্ষে রচনা করবে নতুন ইতিহাস।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।