মিরপুর থেকে: দুপুরেই আবহাওয়া অফিস জানিয়েছিল বাংলাদেশ-ভারত ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। সেই শঙ্কা সত্যি হয়ে বিকেল ৫টা ৪০ মিনিটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে মিরপুরে, তখনই কভার দিয়ে ঢেকে দেয়া হয় পিচ।
এরপর বৃষ্টি বন্ধ হয়ে গেলেও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঝড়ো বাতাসসহ বৃষ্টি শুরু হয়, হুমকির মুখে পড়ে যায় শিরোপা নির্ধারণী ম্যাচটি। শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে না হলে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বাংলাদেশ ও ভারতকে।
রিজার্ভ ডে না থাকায় ফলাফল পেতে হলে ন্যূনতম ৫ ওভারের ম্যাচ মাঠে গড়াতে হবে।
রোববারের (৬ মার্চ) ফাইনাল ম্যাচটি তিনটি সেশনে বিভক্ত। ৭টা ৩০ থেকে ৮টা ৫০ পর্যন্ত প্রথম সেশন। ৮টা ৫০ থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত বিরতি। ৯টা ১০ থেকে ১০টা ৪০ পর্যন্ত শেষ সেশনের নির্ধারিত সময়।
সিডিউল সময়ের মধ্যে ম্যাচ শুরু না হলে রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত ম্যাচ শুরুর জন্য অপেক্ষা করা হবে। এ সময়ে শুরু হলে ম্যাচটি সাড়ে ১১টা হয়ে দু’দল ৫ ওভার করে বল মোকাবেলা করার সুযোগ পাবে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ৬ মার্চ ২০১৬
এইচএল/এমজেএফ/