ঢাকা: বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ায় গামিনি সিলভার নেতৃত্বে গ্রাউন্ডসম্যানরা মাঠ পরিচর্যায় নেমে পড়েছেন। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক হওয়ায় বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই মাঠ থেকে সরে গেছে পানি।
গ্রাউন্ডসম্যানদের মাঠ পরিচর্যা শেষে রাত সাড়ে ৮টায় পরবর্তী আপডেট জানাবেন ম্যাচ অফিসিয়ালরা। তখনই জানা যাবে ম্যাচটি কত ওভারে গড়াচ্ছে।
সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে থেমে যায় বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ার পর আবহাওয়া অফিস জানিয়েছিলো এক ঘণ্টার মধ্যে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। সেই হিসেবে প্রায় ৪০ মিনিটের মধ্যেই বৃষ্টি থেমে যায়। আর ঝড়ো হাওয়া বন্ধ হয় আরও আগে রাত ৭টার দিকে।
বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমজেএফ