ঢাকা: আর এক দিন পরেই শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরমেটের ষষ্ঠ এ আসরটি এবার আয়োজন করছে ভারত।
২০১৬ আসরের জন্য গুগল নিজেদের ডুডলটি (চিহ্ন) তৈরি করেছে একটি স্টেডিয়ামের আকারে। যেটি দেখতে অনেকটা পাখির চোখের মতো। ডুডলটিতে আরও দেখা যাচ্ছে দু’দলের ক্রিকেটাররা খেলছেন। আর গ্যালারিতে থাকা দর্শকরা ক্রিকেটারদের মাতিয়ে তুলছেন।
ডুডলের ব্যাকগ্রাউন্ডে ইংরেজিতে গুগল লেখা সম্বলিত একটি ব্যানার শোভা পাচ্ছে। আর সরাসরি সেখানে ক্লিক করলে টি-২০ বিশ্বকাপের সময়-সূচিসহ এর বিস্তারিত সবকিছুর তথ্য চলে আসবে।
৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতের আটটি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৬
এমএমএস