ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন শেহজাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন শেহজাদ ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের খেসারত দিলেন খুররম মনজুর। তার পরিবর্তে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন আহমেদ শেহজাদ।

একদিন বাদেই (৮ মার্চ-৩ এপ্রিল) ভারতে বসছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের ষষ্ঠ বিশ্ব আসর। যেখানে প্রতিটি টিম ৮ মার্চ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন অানতে পারবে।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতাই পিসিবিকে ভাবিয়ে তোলে। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ, খুররম মনজুর ও শারজিল খান তিনজন মিলে চার ম্যাচে করেন মাত্র ৯৪ রান। মূলত, এ কারণেই মনজুরের বিকল্প হিসেবে অভিজ্ঞ শেহজাদকেই বেছে নিয়েছেন নির্বাচকরা।

এর আগে ধারাবাহিক পারফরম্যান্সে ঘাটতি থাকাতেই দল থেকে বাদ পড়েছিলেন শেহজাদ। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনি। ১০ ম্যাচে ১৪৩.৫৬ স্ট্রাইক রেটে ২৯০ রান করেন ৪০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এ ডানহাতি ওপেনার। ফাইনালে দল হারলেও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে অর্ধশতক (৩৯ বলে ৬৪) হাঁকান শেহজাদ।

বিশ্বকাপে সুপার-১০ এর গ্রপ-২ তে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাছাইপর্বের গ্রপ ‘এ’র চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।