ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে মঙ্গলবার (০৮ মার্চ) সকালে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সকাল ১০টা পাঁচ মিনিটে জেট এয়ারওয়েজে ঢাকা থেকে দিল্লি হয়ে ব্যাঙ্গালোর পৌঁছাবেন জাহানারা আলমরা।
বিশ্বকাপের মূলপর্বে নামার আগে আগামী ১০ ও ১২ মার্চ ব্যাঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের সঙ্গে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে টাইগ্রেসরা।
মূলপর্বের উদ্বোধনী দিন ১৫ মার্চ গ্রুপ 'বি' থেকে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ নারী ক্রিকেট দল: জাহানারা আলম, আয়েশা রহমান, সালমা খাতুন, ফারজানা হক, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, ফাহিমা খাতুন, রিতু মনি, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা, খাদিজা-তুল-কোবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার, সানজিদা ইসলাম।
কোচ: চ্যাম্পিকা গামাগে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৬
এসকে/এমআর